March 21, 2016

দৈনিক সমাবেশের নিয়মাবলী

দৈনিক সমাবেশের নিয়মাবলী

 

১। দৈনিক সমাবেশে প্রতিষ্ঠান প্রধান, তার সহকর্মীবৃন্দ এবং সকল শিক্ষার্থী উপস্থিত থাকা বাধ্যতামূলক।
২। সাধারনতঃ সুস্ক মৌসুমে বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গনে এবং বর্ষা মৌসুমে প্রতিকূল আবহাওয়ায় বিদ্যালয়ের মিলনায়তনে, বারান্দায়, কিংবা শ্রেনী কক্ষে দৈনিক সমাবেশ অনুষ্ঠিত হতে পারে।
৩। জাতীয় পতাকা সামনে রেখে শিক্ষার্থী লাইন ও ফাইলে সারিবদ্ধ ভাবে দাঁড়াবে। প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক বৃন্দ পতাকা ও শিক্ষার্থীদের সম্মুখে রেথে দৈনিক সমাবেশে দাড়াবেন।


৪। দৈনিক সমাবেশের লাইন ও ফাইল শ্রেনী ভিত্তিক হতে হবে।
৫। প্রতিষ্ঠানের কাবশিক্ষক বা প্রধান শিক্ষক কতৃর্ক মনোনীত বা নিযুক্ত কোন শিক্ষক দৈনিক সমাবেশ পরিচালনা করবেন।
৬। দৈনিক সমাবেশের লাইন ও ফাইল ঊচ্চতা অনুযায়ী সামনে  ছোট থেকে পেছনে বড় সাজিয়ে দাড়াতে হবে।
৭। প্রতিষ্ঠানের কোন ব্যাক্তি / শিক্ষার্থী সমাবেশ ক্লাসের জাতিয় সঙ্গিত শুরূ হওয়ার পর পরই যদি ক্যাম্পাসে আসতে বা যেতে থাকে এমন অবস্থায় তার কানে জাতীয় সংগিতের সুর প্রবেশ করা মাত্র সেখানে দাঁড়িয়ে যাবে এবং জাতীয় সংগিত শেষ না হওয়া পর্যন্ত দন্ডায়মান থাকবে। জাতীয় সংগিত সবাই এক সংগে গাইবে।
৮। কোরআন তেলোয়াত বা পবিত্র গ্রন্থ থেকে পাঠ এক জন করবে, তার সঙ্গে শুনে শুনে সবাই নিজ ধর্ম অনুযায়ী নীরবে তেলোয়াত বা পাঠ করবে ।
Post a Comment