March 23, 2016

প্রাথমিক শিক্ষায় উপবৃত্তি নীতী মালা

প্রাথমিক শিক্ষায় উপবৃত্তি নীতী মালা 










গণপ্রজাতন্ত্রী বাংলাদশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা ১০০০।

স্মারক নং-প্রাগম/পরি-২/উপবৃত্তি-২য়/স্টিয়ারিং কমিটি/৭০/০৯/২৩৯                      তারিখঃ ২৬/০৯/২০১০

প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প (২য় পর্যায়) এর উপবৃত্তি বিতরণ সংμামত্ম সংশোধিত নির্দেশাবলী

প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান দেশব্যাপী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানসম হের দরিদ্র ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের এক ইতিবাচক এবং যুগামকারী কর্মস চি। ‘‘প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প (২য় পর্যায়)’’ দরিদ্র জনগোষ্ঠীর সমত্মানদের আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, স্বতমএবতেদায়ী মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয় সংযুক্তপ্রাথমিক সত্মরে ছাত্র-ছাত্রীর ভর্তির হার বৃদ্ধি, উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়ার হার রোধকরণ, শিক্ষা চμμর সমাপ্তির হার বৃদ্ধিকরণ, শিশুশ্রম রোধ ও দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণ এবং প্রাথমিক শিক্ষার গুনগত মান উনড়বয়নে কার্যকর ভূমিকা পালনকরবে। এ প্রকল্পের আওতায় দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভা ব্যতিত সকল ইউনিয়নের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, স্বতমএবতেদায়ী মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়সম হের বিশ্ব খাদ্য কর্মস চী এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোরদারিদ্র্য মানচিত্র অনুযায়ী ভর্তিকৃত ছাত্র-ছাত্রীর মধ্য হতে অনুমোদিত ও সংশোধিত প্রকল্প দলিলে প্রদত্ত সংস্থান মোতাবেক দরিদ্রছাত্র-ছাত্রীকে উপবৃত্তি প্রদান করা হবে। উপবৃত্তি প্রকল্প সুষ্ঠুভাবে বাস্বায়ন ও সমন্বয়ের জন্য সকল ব্যাংক, জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী অফিসার, বিভাগীয় উপ-পরিচালক (প্রাথমিক শিক্ষা), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার,সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপবৃত্তি মনিটরিং অফিসার, প্রধান শিক্ষক এবং স্কুল ম্যানেজমেন্ট কমিটিকে নিম্নোক্তনির্দেশাবলী যথাযথভাবে অনুসরণ করতে হবে।


১। প্রকল্প এলাকা ও প্রকল্পভুক্ত প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানসমুহঃ
১.১ প্রকল্প এলাকা বলতে সিটি কর্পোরেশন ও পৌরসভা ব্যতিত দেশের সমগ্র এলাকা বুঝাবে।
১.২ প্রকল্পভুক্তির জন্য যোগ্য প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বলতে নিম্নোক্ত শিক্ষা প্রতিষ্ঠানসম হ বুঝাবেঃ
(ক) সরকারী প্রাথমিক বিদ্যালয়;
(খ) রেজিষ্টার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয়;
(গ) কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়;
(ঘ) অস্থায়ী রেজিষ্টার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয়;
(ঙ) সরকারী অনুদানে এন,জি,ও কর্তৃক প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়;
(চ) সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এবং
(ছ) মাধ্যমিক বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক সত্মর।

২। দরিদ্র পরিবারঃ
এ কর্মস চির ম ল উদ্দেশ্য হচ্ছে দরিদ্র পিতামাতা/অভিভাবকগণ যাতে তাদের সমানদের জীবিকা অর্জনে নিয়োজিত না করে বিদ্যালয়ে প্রেরণ করেন তা নিশ্চিত করা। এ লক্ষ্যকে সামনে রেখেই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, স্বতমএবতেদায়ী মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক সত্মরে অধ্যয়নরত দরিদ্র ছাত্র-ছাত্রীদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য নির্বাচন করতে হবে।


দরিদ্র পরিবার বলতে নিম্নোক্ত শ্রেণীভুক্ত পরিবারকে বুঝাবে -
(ক) দুঃস্থ বিধবা মহিলার পরিবার;
(খ) দিনমজুর;
(গ) অস্বচ্ছল চাকরীজীবি, অস্বচ্ছল পেশাজীবি, যেমন- জেলে, কুমার, কামার, তাঁতী, মুচী ইত্যাদি;
(ঘ) অস্বচ্ছল প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীর পরিবার;
(ঙ) অস্বচ্ছল উপজাতি ছাত্র-ছাত্রীর পরিবার।

৩। দরিদ্র ছাত্র-ছাত্রী বাছাইঃ
৩.১ প্রধান শিক্ষক প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট কমিটির সহায়তায় ২ নং অনুচ্ছেদে বর্ণিত মানদন্ড অনুযায়ী সংশিষ্ট প্রাথমিক বিদ্যালয়, স্বীকৃতপ্রাপ্ত স্বতমএবতেদায়ী মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক সরে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের মধ্য হতে অনুমোদিত ও সংশোধিত দলিলে প্রদত্ত সংস্থান মোতাবেক দরিদ্র ছাত্র-ছাত্রীকে নির্বাচন করে একটি তালিকা প্রণয়ন করবেন।
৩.২ প্রস্ত্ততকৃত তালিকা সহকারী উপজেলা শিক্ষা অফিসার যাচাই করবেন এবং উপজেলা শিক্ষা অফিসার তা
অনুমোদন করবেন।
৩.৩ অনুমোদিত তালিকা নির্ধারিত ‘ছকে’ প্রসুতকৃত বাঁধাই করা ০২ (দুই)টি রেজিষ্টারে লিপিবদ্ধ করে প্রধান শিক্ষক উহার এক প্রস্থ সংশিষ্ট উপজেলা শিক্ষা অফিসে প্রেরণ করবেন। উপজেলা শিক্ষা অফিসার উক্ত তালিকা সংরক্ষণ করবেন এবং উক্ত বিদ্যালয়ে ০১ (এক)টি অনুমোদিত সুবিধাভোগীর তালিকা সংরক্ষিত থাকবে। ৩.৪ প্রত্যেক বছর ১ম শ্রেণীর দরিদ্র ছাত্র-ছাত্রী ও পরিবার (এক সমান/একাধিক সমান বিশিষ্ট) চিহ্নিত করতে হবে। ৩.৫ উপবৃত্তি প্রাপ্তির ক্ষেত্রে ৪.৩ অনুচ্ছেদ মোতাবেক নম্বর না পেলে, বিদ্যালয় ত্যাগ করলে, একনাগাড়ে তিনমাস বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে অথবা কোন শর্ত ভঙ্গের কারণে যদি কোন সুবিধাভোগী ছাত্র-ছাত্রীর কার্ড বাতিল হয় সেক্ষেত্রে যথাযথ পদ্ধতি অনুসরণপ র্বক উপবৃত্তি প্রাপ্তির যোগ্যতাসম্পনড়ব অপর কোন ছাত্র-ছাত্রীকে তদস্থলে উপবৃত্তির সুবিধাভোগী হিসাবে নির্বাচন করতে হবে এবং তার অনুকূলে কার্ড ইস্যু করতে হবে।

৪। উপবৃত্তি প্রাপ্তির শর্তাবলীঃ
৪.১ কেবলমাত্র ২ নং অনুচ্ছেদে বর্ণিত পরিবারের সমানেরা উপবৃত্তি প্রাপ্তির জন্য বিবেচিত হবে।
৪.২ তালিকাভুক্ত দরিদ্র ছাত্র-ছাত্রীকে মাসে যুক্তিসংগত কারণ ব্যতীত কমপক্ষে ৮৫% পাঠদিবসে বিদ্যালয়ে উপস্থিত
থাকতে হবে। অন্যথায় ঐ মাসে ঐসব ছাত্র-ছাত্রী উপবৃত্তি পাবে না (যুক্তি সংগত কারণ প্রধান শিক্ষক নির্ধারণ করবেন)। তবে পাহাড়ী এলাকার শিক্ষার্থী এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপস্থিতি ৭৫% এবং আকস্মিক কোন দ র্যোগের কারণে দেশের কোন এলাকার শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা অসম্ভব হয়ে পড়লে উপজেলা শিক্ষা কর্মকর্তার অনুমোদনμমে শিক্ষার্থীর উপস্থিতি কম হলেও উপবৃত্তি প্রদান করা যাবে।
৪.৩ সকল শ্রেণীর (১ম শ্রেণী ব্যতীত) ছাত্র-ছাত্রীকে বার্ষিক পরীক্ষায় ৩৩% নম্বর পেতে হবে। বার্ষিক পরীক্ষায়
উত্তীর্ণ না হলে কোন ছাত্র/ছাত্রী উপবৃত্তি পাওয়ার জন্য বিবেচিত হবে না।
৪.৪ তালিকাভুক্ত প্রতিটি প্রাথমিক বিদ্যালয়কে শ্রেণী অনুযায়ী নির্ধারিত পরীক্ষাসম হ সুষ্ঠুভাবে অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। কোন বিদ্যালয় তা করতে ব্যর্থ হলে স্কুল কন্টিজেন্সী বন্ধ, উপবৃত্তি স্থগিতসহ অন্যান্য বিধিগত   ব্যবস্থা নেয়া হবে।
৪.৫ সুবিধাভোগী যে সব ছাত্র-ছাত্রী যুক্তিসঙ্গত কারণ ব্যতীত বিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করবে না
তাদের পরবর্তী পরীক্ষা পর্যমউপবৃত্তি স্থগিত রাখা হবে।
৪.৬ কোন অনুকূল আবহাওয়ার দিনে পরিদর্শনকালে মোট ছাত্র-ছাত্রীর ৬০% এর কম উপস্থিতি দেখা গেলে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার উপস্থিতি বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। পরবর্তী মাসে উপস্থিতি বৃদ্ধি না পেলে বিদ্যালয়ের উপবৃত্তি স্থগিতকরণসহ সংশিষ্ট প্রধান শিক্ষক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
৪.৭ সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত স্বতমএবতেদায়ী মাদ্রাসাসম হে কমপক্ষে ১০০ (একশত) জন ছাত্র/ছাত্রী থাকতে হবে এবং উপবৃত্তি প্রাপ্তির জন্য সকল শর্তাবলী প রণ করতে হবে।
৪.৮ যৌথ কার্ডধারী দুইজন ছাত্র-ছাত্রীর মধ্যে যদি একজন ছাত্র/ছাত্রী উপবৃত্তি প্রাপ্তির শর্তাবলী ভংগ করে তবে
অপরজন একক কার্ডধারী হিসাবে সুবিধা পাবে। যৌথ কার্ড একক কার্ড হিসেবে এবং পরবর্তীতে একক কার্ড  যৌথকার্ড হিসেবে ব্যবহারের সময় মম্ব্য কলামে লিখতে হবে।

৫। উপবৃত্তির মাসিক হারঃ
৫.১ এই কর্মস চির আওতায় দরিদ্র পরিবারের এক সন্তান এবং একাধিক সন্তান ১.২ অনুচ্ছেদে বর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করলে সরকার কর্তৃক নির্ধারত হারে উপবৃত্তি প্রদান করা হবে।
৫.২ স্থগিত সময়ের উপবৃত্তির অর্থ পরবর্তীকালে বকেয়া প্রদান করা যাবে না।
৬। উপবৃত্তি বিতরণ পদ্ধতিঃ
৬.১ নির্বাচিত দরিদ্র ছাত্র-ছাত্রীর মাতা, তাঁর অনুপস্থিতিতে পিতা এবং উভয়ের অনুপস্থিতিতে বৈধ অভিভাবক নির্ধারিত ব্যাংকের স্থানীয় শাখায় একটি হিসাব (কার্ড একাউন্ট) খুলবেন।
৬.২ ত্রৈমাসিক ভিত্তিতে সুবিধাভোগী দরিদ্র ছাত্র-ছাত্রীর মাতা/পিতা/বৈধ অভিাভাবকের ব্যাংক হিসাবে অর্থ স্থানাসত্মর করা হবে।
৬.৩ প্রকল্প দপ্তর হতে বরাদ্দপত্র প্রসুত করে নির্বাচিত ব্যাংকের প্রধান কার্যালয়ের অনুকূলে অর্থ ছাড় করা হবে। ব্যাংকের প্রধান কার্যালয় হতে ব্যাংকের স্থানীয় শাখার মাধ্যমে দরিদ্র ছাত্র-ছাত্রীর মাতা/পিতা/বৈধ অভিভাবকের  ব্যাংক হিসাবে অর্থ স্থানামত্মর করা হবে। উপজেলা পর্যায়ে ব্যাংক, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক অনুমোদিত বিল এবং তালিকা অনুযায়ী অর্থ উপকৃত পরিবারের কার্ড একাউন্টে স্থানামর করবে।
৬.৪ এক সমান বিশিষ্ট পরিবারের অভিভাবকদের গোলাপী ও সাদা এবং একাধিক সমান বিশিষ্ট পরিবারের অভিভাবকদের জন্য সবুজ ও সাদা রং এর কার্ড ব্যবহার করা হবে। সাদা কার্ড ব্যাংকে সংরক্ষণে ব্যবহৃত হবে।
৬.৫ উপজেলা পর্যায়ের সংশিষ্ট ব্যাংক শাখা/বিতরণ কেন্দ্র হতে বিদ্যালয়ের দ রত্ব ৩ কিঃ মিঃ এর উর্ধ্বে হলে ন্যনতম
তিনটি বিদ্যালয়ের জন্য সংশিষ্ট ব্যাংক কর্তৃক একটি ক্যাম্প স্থাপন করে উপবৃত্তি বিতরণ করতে হবে।
৬.৬ উপবৃত্তি বিতরণকালে সংশিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার/উপজেলা শিক্ষা কমিটির সদস্য/সদস্যগণকে বিতরণ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং কোন অবস্থাতেই সুবিধাভোগী ব্যতীত অন্য কারো নিকট উপবৃত্তির অর্থ প্রদান করা যাবে না। বিতরণ তারিখে অনুপস্থিত সুবিধাভোগীদের তালিকার এক (০১) কপি ব্যাংকে এবং অন্য এক (০১) কপি প্রধান শিক্ষকের নিকট সংরক্ষণ করতে হবে। অনুপস্থিতগণ পরবর্তী নির্ধারিত তারিখে (নিকটতম সময়ে) ব্যাংক থেকে উপবৃত্তির অর্থ সংগ্রহ করতে পারবেন। প্রধান শিক্ষকগণ অনুপস্থিত অভিভাবককে বিষয়টি অবহিত করবেন।

৭। প্রকল্প বাসত্মবায়নে তদারককারী এবং বাসত্মবায়নকারী কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্যঃ
৭.১ প্রধান শিক্ষকঃ
৭.১.১ প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষকদের সহযোগিতায় ছাত্র-ছাত্রীদের ভর্তি রেজিষ্টার, হাজিরা রেজিষ্টার, পরীক্ষার
ফলাফল রেজিষ্টার ও অন্যান্য রেজিষ্টার সব সময় হালনাগাদ করে রাখবেন এবং পরীক্ষায় প্রাপ্ত নম্বরসহ
উত্তরপত্র ন্যনতম ০১ (এক) বছর বিদ্যালয়ে সংরক্ষণ করবেন।
৭.১.২ উপবৃত্তি প্রাপ্তিযোগ্য ছাত্র-ছাত্রীদের তালিকা প্রণয়নে স্কুল ম্যানেজমেন্ট কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবেন।
৭.১.৩ উপবৃত্তি প্রাপ্তিযোগ্য ছাত্র-ছাত্রীদের তালিকা নির্ধারিত ছক প রণপ র্বক রেজিষ্টারে লিপিবদ্ধ রাখবেন।
৭.১.৪ উপবৃত্তি সুবিধাভোগীদের অনুমোদিত তালিকায় পিতা/অভিভাবকের পেশা বাধ্যতাম লকভাবে উলেখ করতে হবে।
৭.১.৫ উপবৃত্তি প্রাপ্তিযোগ্য ছাত্র-ছাত্রীদের তালিকা চূড়ামকরণে সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা
অফিসারকে সাহায্য করবেন এবং চূড়ামতালিকার ০১ (এক) কপি উপজেলা শিক্ষা অফিসে প্রেরণ করবেন।
৭.১.৬ প্রতি মাসের জন্য নির্ধারিত কর্ম দিবসের চেয়ে কম উপস্থিতি এবং বার্ষিক পরীক্ষায় নির্ধারিত নম্বরের চেয়ে কম
নম্বর পেলে উপবৃত্তি পাবে না সে বিষয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সতর্ক করে দেবেন। প্রয়োজনে হোম ভিজিট জোরদার করে উপস্থিতি নিশ্চিত করবেন। কম নম্বর পেলে তার জন্য আলাদা কোচিং এর ব্যবস্থা নিবেন।
৭.১.৭ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হতে কোন তথ্য ও বিবরণী চাওয়া হলে তা দ্রুততার সঙ্গে প্রেরণ করবেন।
৭.১.৮ উপবৃত্তি প্রাপ্তিযোগ্য ছাত্র-ছাত্রীর তালিকা প্রণয়নের সময় সতর্ক থাকতে হবে যেন নির্ধারিত মানদন্ড অনুযায়ী
দরিদ্র পরিবারের সমান/ছাত্র-ছাত্রীদের নাম ব্যতীত অন্য কোন ছাত্র-ছাত্রী বা ভ য়া নাম যেন তালিকাভুক্ত না হয়।
৭.১.৯ ব্যবস্থাপনা সংμামকোন ত্রুটির কারণে বিদ্যালয়ের উপবৃত্তি বন্ধ হলে প্রধান শিক্ষক দায়ী হবেন এবং প্রতিষ্ঠানের কন্টেনজেন্সি বন্ধসহ বিধিগত ব্যবস্থা নেয়া হবে।
৭.২ স্কুল ম্যানেজমেন্ট কমিটি (এসএমসি)ঃ
৭.২.১ স্কুল ম্যানেজমেন্ট কমিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকের সহযোগিতায় নির্ধারিত মানদন্ড অনুযায়ী
নিরপেক্ষভাবে পরিবার চিহ্নিত করে উপবৃত্তি প্রাপ্তিযোগ্য ছাত্র-ছাত্রীদের তালিকা প্রণয়ন করবে। বিদ্যালয় পর্যায়ে উপবৃত্তি কর্মস চি ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যকে সম্পৃক্ত করতে হবে।
৭.২.২ তালিকা প্রণয়ন করে তাতে এসএমসি সভাপতি ও সম্পাদক স্বাক্ষর করবেন এবং প্রসুতকৃত তালিকা উপজেলা শিক্ষা অফিসে প্রেরণ করবে।
৭.২.৩ উপবৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা যাতে বিদ্যালয়ে প্রতি মাসে পাঠ দিবসের শতকরা ৮৫ দিন উপস্থিত থাকে এবং বার্ষিক পরীক্ষায় ৩৩% নম্বর অর্জন করে সেজন্য ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদের উৎসাহিত ও সতর্ক করবে।
৭.২.৪ দরিদ্র পরিবার ব্যতীত অন্য পরিবারের সমানদের যাতে উপবৃত্তির তালিকাভুক্ত করা না হয় এবং ভূয়া নাম তালিকাভুক্ত না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখবে।
৭.২.৫ তালিকা প্রণয়নের সময় এসএমসি বিশেষভাবে লক্ষ্য রাখবে যাতে, একাধিক সমান বিশিষ্ট পরিবার যৌথ কার্ডের আওতাভুক্ত হয়। কোন অবস্থাতেই যেন একাধিক সমান বিশিষ্ট পরিবারের সমানরা ভিনড়ব ভিনড়ব অভিভাবকের সমানরূপে উপবৃত্তির সুবিধাভোগী হিসেবে নির্বাচিত না হয়।
৭.২.৬ পক্ষপাতিত্বের কারণে প্রকৃত দরিদ্র ছাত্র-ছাত্রী যেন তালিকাভুক্তি হতে বাদ না যায় সেদিকে সতর্ক দৃষ্টি রাখবে।
৭.২.৭ এসএমসি উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক জ্ঞাত হয়ে উপবৃত্তি স্থগিতকৃত/বাতিলকৃত সুবিধাভোগী
অভিভাবকগণকে উপবৃত্তির অর্থ বিতরণের প র্বেই বিষয়টি অবহিত করবে।
৭.২.৮ উপবৃত্তি প্রাপ্তির শর্তাবলী অনুযায়ী যথাযথভাবে সুবিধাভোগী বাছাই করা না হলে এবং উপবৃত্তি সংμামকোন
অনিয়ম পরিলক্ষিত হলে এসএমসি এর বিরুদ্ধে অভিযোগ আনয়ন প র্বক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে।
৭.৩ সহকারী উপজেলা শিক্ষা অফিসারঃ
৭.৩.১ স্কুল ম্যানেজমেন্ট কমিটি কর্তৃক প্রণীত উপবৃত্তি প্রাপ্তির জন্য দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের তালিকা সরেজমিনে যাচাই করবেন। উক্ত তালিকা যাচাইকালে তিনি বিশেষভাবে লক্ষ্য রাখবেন যাতে একজন ছাত্র-ছাত্রী একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি না হয়।
৭.৩.২ বিদ্যালয় ম্যানেজমেন্ট কমিটি, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে মিলিত হবেন এবং প্রকল্পটির গুরুত্ব সম্পর্কে
তাদেরকে অবহিত করবেন। তাছাড়া বিদ্যালয় এলাকার সকল ছাত্র-ছাত্রীর বিদ্যালয়ে ভর্তি ও উপস্থিতি বৃদ্ধির জন্যও উৎসাহিত করবেন।
৭.৩.৩ প্রকল্পের আওতায় উপবৃত্তি প্রাপ্তির এবং উপবৃত্তি স্থগিতকরণ ও বাতিল হবার শর্তাবলী ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির নিকট বিশদভাবে বুঝিয়ে বলবেন এবং সতর্ক করবেন।
৭.৩.৪ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তার নিয়মণাধীন ক্লাস্টারের উপবৃত্তি প্রদানের বিল প্রসুত করে উপজেলা
শিক্ষা কর্মকর্তার নিকট অনুমোদনের জন্য জমা দিবেন। বিল প্রসুতের জন্য প্রাপ্যতা তালিকার ২ কপি প্রস্ত্তত করতে হবে। এক কপি উপজেলা শিক্ষা অফিসে সংরক্ষণ করতে হবে এবং এক কপি বিলের কপির সাথে স্থানীয় ব্যাংকে প্রদান করতে হবে।
৭.৩.৫ ক্লাস্টারের কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কম বা অন্য কোন কারণে উপবৃত্তি বন্ধ হলে তার আনুষংগিক স্থগিতসহ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে।
৭.৩.৬ উপবৃত্তি বিতরণকালে সংশিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার যত বেশী সংখ্যক সম্ভব উপবৃত্তি বিতরণ কেন্দ্রে উপস্থিত থেকে সুষ্ঠু বিতরণ নিশ্চিত করবেন।
৭.৪. উপজেলা শিক্ষা অফিসারঃ
৭.৪.১ স্কুল ম্যানেজমেন্ট কমিটি কর্তৃক প্রণীত এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক যাচাইকৃত উপবৃত্তি প্রাপ্তির
জন্য দরিদ্র পরিবারের তালিকা অনুমোদন করবেন। তিনি একটি তালিকা প্রতিস্বাক্ষরের জন্য উপজেলা নির্বাহী আফিসারের নিকট প্রেরণ করবেন এবং আরেকটি তালিকা সংরক্ষণের জন্য সংশিষ্ট বিদ্যালয়ে প্রেরণ করবেন।
৭.৪.২ বিদ্যালয় ভিত্তিক উপবৃত্তি প্রাপ্য ছাত্র-ছাত্রীদের চূড়ামঅনুমোদিত তালিকা শ্রেণীওয়ারী সংখ্যা প্রকল্প দপ্তরে প্রেরণ করবেন। বিদ্যালয় ভিত্তিক সুবিধাভোগীদের সংখ্যা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন। এর জন্য প্রকল্প দপ্তর ছক সরবরাহ করবে।
৭.৪.৩ বিদ্যালয় ম্যানেজমেন্ট কমিটি, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে মিলিত হবেন এবং প্রকল্পটির গুরুত্ব সম্পর্কে
তাঁদেরকে অবহিত করবেন। তাছাড়া বিদ্যালয় এলাকার সকল ছাত্র-ছাত্রীর বিদ্যালয়ে ভর্তি ও উপস্থিতি বৃদ্ধির জন্যও তাঁদেরকে উৎসাহিত করবেন।
৭.৪.৪ প্রকল্পের আওতায় উপবৃত্তি প্রাপ্তির এবং উপবৃত্তি স্থগিতকরণ ও বাতিল হবার শর্তাবলী ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির নিকট বিশদভাবে বুঝিয়ে বলবেন এবং সতর্ক করবেন।
৭.৪.৫ কোন সুবিধাভোগী বিদ্যালয় উপবৃত্তির শর্তাবলী যথাযথ পালন না করলে উপবৃত্তির সুযোগ-সুবিধা বাতিলের অথবা উপবৃত্তি পাচ্ছে না এমন কোন বিদ্যালয় উপবৃত্তি প্রাপ্তির শর্তাবলী প রণ করলে উপবৃত্তি প্রদানের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রকল্প দপ্তরে প্রতিবেদন প্রেরণ করবেন। কোন বিদ্যালয়কে উপবৃত্তি স্থগিতকরণ বা প্রদানের ব্যাপারে চুড়ামসিদ্ধাম্প্রকল্প দপ্তর গ্রহণ করবে।
৭.৪.৬ উপজেলা শিক্ষা অফিসার উপবৃত্তি স্থগিতকৃত/বাতিলকৃত সুবিধাভোগী অভিভাবকগণকে সংশিষ্ট এসএমসি এর
মাধ্যমে উপবৃত্তির অর্থ বিতরণের প র্বেই বিষয়টি অবহিত করবেন।
৭.৪.৭ উপজেলা শিক্ষা অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটিতে উপবৃত্তি বিতরণের বিষয়টি পর্যালোচনা ও সুষ্ঠু
বিতরণ নিশ্চিত করতে শিক্ষা কমিটির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। সেই সাথে উপবৃত্তি বিতরণকালে তিনি নিজে এবং তার অধীনস্থ দায়িত্বশীল কর্মকর্তার মাধ্যমে উপবৃত্তির সুষ্ঠু বিতরণ নিশ্চিত করবেন।
৭.৪.৮ উপজেলা শিক্ষা কর্মকর্তা উপবৃত্তির বিল ফরমের নির্ধারিত স্থানে স্বাক্ষরপ র্বক উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর নিয়ে প্রকল্প দপ্তরে প্রেরণ করবেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা অনুমোদিত বিলের কপি তালিকাসহ ব্যাংকে জমা দিবেন। উপবৃত্তি সুষ্ঠু বিতরণ করার লক্ষ্যে তিনি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং বিতরণ সিডিউলে ব্যাংকের সঙ্গে আলোচনা করে প্রকল্প দপ্তরের নির্দেশনা অনুসরণে তারিখ ও সময় নির্ধারণ নিশ্চিত করবেন।
৭.৪.৯ প্রধান শিক্ষক ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক যথাযথ দায়িত্ব পালন নিশ্চিত করবেন।
৭.৫ ইউআরসি ইন্সট্রাক্টরঃ
উপজেলা রিসোর্স সেন্টারে আয়োজিত প্রতিটি প্রশিক্ষণে (৫/৭ দিনের জন্য) উপবৃত্তি বিতরণ সংμামআলোচনা করার জন্য কমপক্ষে ৩০ মিনিটের একটি সেশনের ব্যবমহা করবেন।

৭.৬. উপবৃত্তি মনিটরিং অফিসারঃ
৭.৬.১ উপবৃত্তি মনিটরিং অফিসার সংশিষ্ট
উপজেলা শিক্ষা অফিসারগণের সাথে যোগাযোগ করে সংশিষ্ট ব্যাংক ব্যবস্থাপকের সাথে আলোচনাপ র্বক উপবৃত্তি বিতরণের দিন তারিখ ইত্যাদি ধার্য করবেন এবং এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসারগণকে সার্বিক সহায়তা প্রদান করবেন।
৭.৬.২ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে উপবৃত্তি বিতরণ কাজ সুষ্ঠুভাবে সমাধা করার জন্য সর্বাত্মক সহায়তা
করবেন।
৭.৬.৩ প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প বাস্বায়নের লক্ষ্যে প্রণীত নীতিমালা মাঠ পর্যায়ে সঠিকভাবে বাস্বায়ন
নিশ্চিত করবেন।
৭.৬.৪ প্রতি শিক্ষা বছরের শুরুতে এসএমসি কর্তৃক প্রণীত সুবিধাভোগীদের তালিকা পরিদর্শন, যাচাইকরণ এবং
প্রয়োজনবোধে সংশোধনের ব্যবস্থা গ্রহণ করবেন।
৭.৬.৫ সুবিধাভোগী পরিবারের কার্ড যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে কিনা তা যাচাই করবেন।
৭.৬.৬ প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পভুক্ত বিদ্যালয়সম হে নির্ধারিত ছকে সমুদয় তথ্যাদি সংরক্ষণ করা হচ্ছে কিনা তা তদারক করবেন।
৭.৬.৭ প্রতি মাসে নির্ধারিত ছকে জেলা ভিত্তিক তথ্যাদি পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে প্রকল্প অফিসে প্রেরণ করবেন।
৭.৬.৮ প্রতি মাসে প্রতিটি উপজেলায় কমপক্ষে ১ বার এবং ন্যনতম ৩০টি বিদ্যালয়/মাদ্রাসা পরিদর্শন প র্বক নির্দিষ্ট ছকে সরাসরি প্রকল্প দপ্তরে প্রতিবেদন প্রেরণ করবেন। কোন বিদ্যালয় উপবৃত্তি প্রাপ্তির শর্ত লংঘন করলে প্রতিবেদনে মতামতসহ উলেখ করবেন।
৭.৬.৯ প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প বাস্বায়নে মাঠ পর্যায়ে উদ্ভুত বিভিনড়ব সমস্যা, প্রকল্প অফিসকে অবহিত
করবেন। অনুপযোগী বিদ্যালয়কে স্থানীয় পর্যায়ে কর্মস চীতে অর্ম্ভুক্ত করা হয়ে থাকলে এরূপ বিদ্যালয় সম্পর্কে প্রকল্প অফিসে তথ্য প্রদান করবেন।
৭.৬.১০ প্রকল্প অফিস হতে প্রেরিত বিভিনড়ব অভিযোগের বিষয়ে সরেজমিনে তদমকার্য সম্পাদন করবেন।
৭.৬.১১ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক বিভিনড়ব সময়ে প্রদত্ত দায়িত্ব সম্পাদন করবেন।
৭.৬.১২ দায়িত্ব পালনে অবহেলা প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
৭.৬.১৩ কোন বিদ্যালয় উপবৃত্তি প্রাপ্তির শর্তাবলী প রণ করলে উপবৃত্তি প্রদানের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের
মাধ্যমে প্রকল্প দপ্তরে প্রতিবেদন প্রেরণ করবেন।
৭.৭. জেলা প্রাথমিক শিক্ষা অফিসারঃ
৭.৭.১ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ সংশিষ্ট
জেলার উপজেলা শিক্ষা অফিসার এবং সহকারী উপজেলা শিক্ষা
অফিসার এর মাধ্যমে উপবৃত্তির অর্থ সুষ্ঠু বিতরণ নিশ্চিত করবেন এবং উপবৃত্তি বিতরণ কার্যμম পর্যবেক্ষণ করবেন। তিনি প্রতিমাসে প্রকল্পভূক্ত বিদ্যালয় পরিদর্শন করবেন এবং পরিদর্শন প্রতিবেদন প্রকল্প কার্যালয়ে প্রেরণ করবেন।
৭.৭.২ প্রকল্প বাস্বায়নে উপবৃত্তি মনিটরিং অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারদের যাবতীয় কার্যμম তদারক ও মনিটর করবেন। প্রকল্পের বাস্বায়ন অগ্রগতির উপজেলা ভিত্তিক প্রতিবেদন প্রকল্প দপ্তর, বিভাগীয় উপ-পরিচালক (প্রাথমিক শিক্ষা) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন।
৭.৭.৩ প্রকল্প বাস্বায়নে তিনি উপজেলা রিসোর্স সেন্টারসম হে আয়োজিত প্রতিটি প্রশিক্ষণে উপবৃত্তি বিতরণ সংμামত্ম
আলোচনা করার জন্য কমপক্ষে ৩০ মিনিটের জন্য একটি সেশন রাখার বিষয়টি উপজেলা ইন্সট্রাক্টর এর মাধ্যমে নিশ্চিত করবেন।
৭.৭.৪ প্রকল্প অফিস থেকে প্রেরিত বিভিনড়ব অভিযোগের বিষয়ে তদমকার্য সম্পাদনসহ বিভিনড়ব সময়ে প্রদত্ত দায়িত্ব
পালন করবেন।
৭.৭.৫ মাসিক সমন্বয় সভায় উপবৃত্তি কর্মস চীর বাস্বায়ন অগ্রগতি পর্যালোচনা করবেন এবং সমন্বয় সভার কার্যবিবরণীর অনুলিপি আবশ্যিকভাবে প্রকল্প দপ্তরে প্রেরণ করবেন।
৭.৭.৬ মনিটরিং অফিসার (উপবৃত্তি) এর দায়িত্ব পালনকালে যথাযথ নির্দেশনা ও সহযোগিতা প্রদান করবেন এবং উপবৃত্তি সংμামযে কোন উদ্ভুত সমস্যা সমাধান করবেন। মনিটরিং অফিসারগণের এসিআর লিখবেন এবং প্রকল্প পরিচালক বরাবর প্রেরণ করবেন।
৭.৮. বিভাগীয় উপ-পরিচালকঃ
৭.৮.১ বিভাগীয় উপ-পরিচালকগণ প্রতিমাসে উপবৃত্তি প্রকল্পভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং পরিদর্শন প্রতিবেদন প্রকল্প দপ্তরে প্রেরণ করবেন।
৭.৮.২ বিভাগীয় উপ-পরিচালকগণ প্রকল্প বাস্বায়নে উপবৃত্তি মনিটরিং অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার,
উপজেলা শিক্ষা অফিসার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণের যাবতীয় কার্যμম তদারক ও মনিটর করবেন। প্রকল্পের বাস্বায়ন অগ্রগতির জেলা ভিত্তিক প্রতিবেদন, প্রকল্প দপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন।
৭.৮.৩ উপবৃত্তি কর্মস চী বাস্বায়ন প্রত্যক্ষ করার জন্য নিয়মিত প্রকল্পভুক্ত বিদ্যালয় পরিদর্শন ও বিতরণকালে বিতরণ
কার্যμম পর্যবেক্ষণ করবেন এবং গুরুত্বপ র্ণ কোন বিষয় নজরে এলে তা প্রকল্প অফিসকে অবহিত করবেন। পরিদর্শন প্রতিবেদন প্রকল্প দপ্তরে প্রেরণ করবেন।
৭.৮.৪ দ্বি-মাসিক সমন্বয় সভায় উপবৃত্তি কর্মস চীর বাস্বায়ন অগ্রগতি পর্যালোচনা করবেন এবং উক্ত সমন্বয় সভার কার্যবিবরণীর অনুলিপি প্রকল্প দপ্তরে আবশ্যিকভাবে প্রেরণ করবেন।


৭.৯. উপজেলা নির্বাহী অফিসারঃ
৭.৯.১ বছরের শুরুতে উপজেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক অনুমোদিত তালিকা বিদ্যালয়ওয়ারী ও শ্রেণীওয়ারী তথ্য নির্ধারিত ছকে প্রতিস্বাক্ষর করে প্রকল্প দপ্তরে প্রেরণ নিশ্চিত করবেন। ৭.৯.২ উপজেলা নির্বাহী অফিসার উপজেলার উপবৃত্তি বিতরণ কাজ তত্ত্বাবধান ও সুষ্ঠু বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং সেই সাথে মাঠ পর্যায়ে উপবৃত্তির বিষয়টি নিয়মিত পরিদর্শন করবেন।
৭.৯.৩ উপবৃত্তি প্রদান বিল, চাহিদা এবং উপবৃত্তি বিতরণের চূড়ামহিসাব বিবরণী নিয়মণকারী কর্মকর্তা হিসেবে স্বাক্ষর
ও অনুমোদন করবেন।
৭.৯.৪ প্রকল্প অফিস হতে প্রশিক্ষণ ও সেমিনার বাবদ অর্থ বরাদ্দ প্রাপ্তির পর উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতিকে অবহিত করে উপজেলা শিক্ষা অফিসার ও মনিটরিং অফিসার এর সাথে আলোচনা করে সেমিনার আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবেন। সেমিনারে উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও সদস্যগণের উপস্থিতির পদক্ষেপ নিবেন। সেমিনার শেষে সুপারিশমালা ও হিসাব সমন্বয়ের ভাউচারপত্র প্রকল্প দপ্তরে প্রেরণ নিশ্চিত করবেন।

৭.১০. উপজেলা পরিষদ চেয়ারম্যানঃ
৭.১০.১ উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি হিসেবে উপজেলায় উপবৃত্তির অর্থ বিতরণ কার্যμম সুষ্ঠুভাবে সমঙনড়ব
হতে পরিপত্র অনুসরণে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন এবং কার্যμম গ্রহণ করবেন।
৭.১০.২ উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভায় উপবৃত্তি বিতরণ সমঙর্কিত বিষয়ে আলোচনা করবেন এবং বিতরণ কেন্দ্রে উপস্থিত থাকার জন্য শিক্ষা কমিটির সদস্যগণকে ট্যাগ অফিসার হিসাবে নিয়োগ করবেন।
৭.১০.৩ উপজেলা পরিষদের আওতাধীন কর্মকর্তা, স্কুল ম্যানেজমেন্ট কমিটি ও স্কুল শিক্ষকগণের এ সমঙর্কিত দায়িত্ব পালন মনিটর করবেন।
৭.১০.৪ এ সমঙর্কিত কার্যμমে অনিয়ম হলে তা দ র করার স্বার্থে প্রকল্প কার্যালয়কে অবহিত করবেন।

৭.১১ জেলা প্রশাসকঃ
৭.১১.১ জেলা প্রশাসক বাধ্যতাম লক প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি হিসেবে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানসম হে উপবৃত্তি
বিতরণ কর্মস চী বাস্বায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।
৭.১১.২ বাধ্যতাম লক প্রাথমিক শিক্ষা কমিটির প্রতি সভায় বিষয়টি আলোচনা করবেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা
প্রদান করবেন।
৭.১১.৩ উপবৃত্তি বিতরণ কর্মস চীর বাস্বায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন এবং বিতরণ চলাকালে বিতরণ কার্যμম পর্যবেক্ষণের পদক্ষেপ নিবেন।
৭.১১.৪ মাঠপর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে উপবৃত্তি সংμামবিষয়টি মনিটর করবেন।
৭.১২ প্রকল্প দপ্তরঃ
৭.১২.১ এই নীতিমালা প্রকল্পভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে পৌছানো নিশ্চিত করবেন।
৭.১২.২ উপবৃত্তি কার্যμমের সার্বিক তত্ত্বাবধান ও বাস্বায়ন নিশ্চিত করবেন।
০৮। সতর্কতা/সাবধানতাঃ
৮.১ প্রকল্পটি বাংলাদেশ সরকারের শতকরা ১০০ ভাগ অর্থায়নে বাস্বায়িত হচ্ছে। বরাদ্দকৃত অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।
৮.২ নিরপেক্ষভাবে নির্ধারিত মানদন্ড অনুযায়ী প্রকৃত দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদেরকে উপবৃত্তি প্রাপ্তির জন্য তালিকাভুক্ত করতে হবে।
৮.৩ প্রধান শিক্ষক, স্কুল ম্যানেজমেন্ট কমিটি এবং সংশিষ্ট সকল কর্মকর্তাকে দায়িত্ব পালনে সৎ, একনিষ্ঠ এবং আমত্মরিক হতে হবে। কর্তব্যে অবহেলা ও উপবৃত্তির অর্থ আত্মসাতের যে কোন অভিযোগ প্রমাণিত হলে সংশিলষ্ট ব্যক্তিদের বিরম্নদ্ধে বিভাগীয় মামলাসহ অন্যান্য আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


স্বাক্ষরিত/-
১৩/০১/১০
    (আবু আলম মোঃ শহিদ খান)
ভারপ্রাপ্ত সচিব
স্মারক নং-প্রাগম/পরি-২/উপবৃত্তি-২য়/স্টিয়ারিং কমিটি/৭০/০৯/২৩৯             তারিখঃ ২৬/০৯/২০১০

বিতরণ (জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়)ঃ
১. সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
(দৃ: আ: জনাব মোঃ আব্দুর রহিম খান, সিনিয়র সহকারী সচিব, বাজেট অনুবিভাগ-১)
২. সচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, পরিকল্পনা কমিশন, শেরে বাংলা নগর, ঢাকা।
৩. বিভাগীয় প্রধান, আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ, পরিকল্পনা কমিশন, শেরে বাংলা নগর, ঢাকা।
(দৃ: আ: জনাব মোঃ আব্দুল মালেক, যুগ্ম-প্রধান)।
৪. মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর-২, ঢাকা-১২১৬।
৫. যুগ্ম-সচিব (উনড়বয়ন), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
৬. প্রকল্প পরিচালক, প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি-২য় পর্যায় প্রকল্প, ১৪৭/এফ গ্রীন রোড, ঢাকা (এই নীতিমালা প্রকল্পভুক্ত
সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সংশিষ্ট
অন্যান্য দপ্তরে পৌঁছানো নিশ্চিত করবেন)।
৭. উপ-সচিব (উনড়বয়ন-১ অধিশাখা), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
৮. উপ-প্রধান (পরিকল্পনা), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

অনুলিপিঃ
সচিব মহোদয়ের একান্ত সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
(মোঃ জাকির হোসেন চৌধুরী)
সিনিয়র সহকারী প্রধান
ফোনঃ ৯৫৬৮৮২৯

No comments: