April 17, 2015

হুমায়ন আহমেদের হিমু উপন্যাস

 হুমায়ুন আহমেদের বিখ্যাত হিমু উপন্যাস টি free download করুন এই লিঙ্ক থেকে
https://www.scribd.com/doc/262080869/Himu-by-Humayun-Ahmed-1993

April 9, 2015

হাতি কি আসলে ই ইদুর কে ভয় পায়?

অনেকের ধারনা ,’কোন ভাবে যদি ইদুর ঢুকে পড়ে হাতির শুড়ের মধ্যে তাহলে আর রক্ষা নেই। শ্বাস রুদ্ধ হয়ে মারা পড়বে বিশাল জানোয়ারটি । আর সেজন্য হাতি জমের মত ভয় পায় ইদুর কে কথাটা একেবারেই মিথ্যে। হাতি ইদুর কে বিন্দু মাত্র ভয় পায়না  । পাওয়ার কোন কারন নেই আসলে।
হাতির খোয়াড়ে ইদুরের ঘোরা ফেরা বহু দেখা যায় । হাতি ফিরেও তাকায়না তার দিকে।ভয়ের কোন লক্ষণই দেখা যায়না তার ভেতর। প্রশ্ন উঠতে পারে অত ছোট প্রানি কে হয়ত দেখতেই পায়না হাতি।ব্যপারটা মোটেও তা নয়। হাতির ঘ্রান শক্তি খুব প্রবল । দৃষ্টি র্দুবল হলেও গন্ধ সে ঠিকই পায় । ইদুর কে ভয় পেলে গন্ধেই সে আতকে উঠত। পায়ের নিচে পিষে মারার চেষ্টা করত ইদুর কে।
মাঝে মাঝে ঘুমন্ত হাতির বিশাল নাকের ছিদ্র দিয়ে ইদুর কে ঢুকে পড়তে দেখা গেছে । চমকে জেগে গিয়ে  এমন হাচি দিয়েছে হাতি র্অথাৎ নাক দিয়ে এত তিব্র গতিতে বাতাস বের করেছে , নাক থেকে বন্দুকের গুলির মতো বেরিয়ে ছিটকে পড়েছে বেচারা ইদুর। ধরমড়িয়ে জেগে উঠেছে হাতি। তার এই চমকে যাওয়াদেখেই হয়তো প্রবাদটা তৈরি হয়েছে -হাতি ইদুরকে ভয় পায়।

April 8, 2015

সূর্যালোক থেকে সাবধান


আজকাল আমাদের সারা দিনের কাজেরমধ্যে অনেকটা সময় জুড়ে থাকে বাইরে ঘোরা ফেরা । তা সে অফিসের কাজেই  হোক কিংবা বাজার করা  অথবা ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যাওয়া জাতীয় অন্য যে কোন কাজ । আর এতে করে প্রতিদিনই আপনার আমার ত্বক র্সূযা লাকের র্স্পশে আসছে। আমরা ভাবি , রোদে পুড়লে ত্বক শুধু কালো হয়ে যায় । কিন্তু প্রকৃত পক্ষে ক্ষতির মাত্রাটা কালে হয়ার চেয়ে অনেক বেশি। সূর্যের আলোতে রয়েছে আল্ট্রা-ভায়োলেট রে বা অতি বেগুনি রশ্শি।। এটা ত্বকে এমন ক্ষতি করে যা সারতে র্দীঘ সময় লাগে। অনেক ক্ষেত্রে সে ক্ষতি আর পূরন হয়না। অনেক সময় ত্বকে ক্যানসারের কারনও ঘটায় র্সুযের আলো। সুতরাং দেখা যাচ্ছে মানুষের শরিরের জন্য র্সূযালোক যেমন জরুরি ,তেমনি এর আধিক্যও বিপদ ঘটায়। অতিরিক্ত র্সূালোক থেকে  রক্ষা পাবার জন্য নিচের নিয়ম গুলি মেনে চললে উপকার পাবেন।
১। রোদে বেরুনোর সময় কিছুটা বড় সানগ্লাস পরে বের হবেন যাতে চোখ ও চোখের চার পাশের ত্বক ঢাকা থাকে ।
২। ক্ঠার হাড়, বুক ,কাধ, ঠোট , গাল নাক আর চোখের পাতার চার পাশের চামড়া খুব কোমল হয়। তাই রোদের তাপে এই সব নাজুক অংশের ত্বক খুব দ্রুত আক্রান্ত হয়। এই জন্য যখনই বাহিরে বের হবেন তখনই মুখ ছাড়াও দেহের এ সব জায়গায় সানস্ক্রিম যুক্ত ক্রিম লাগাবেন।
৩। অতি বেগুনীরশ্মির জন্য সিথেটিক কাপড় সুপরিবাহি। তাই রোদে বেরোলে যথাসম্ভব সুতি কাপড় পরাই ভাল।

April 7, 2015

pc কে ভাইরাস মুক্ত রাখতে কিছু ফ্রি এন্টিভাইরাস ডাউনলোড link

ফ্রি ডাউনলোড করুন হুমায়ুন আহমেদের ১৫০ টি উপন্যাস

খ” ইউনিট ২০১৩-১৪ শিক্ষাবর্ষ এর প্রশ্নের সমাধান, ঢাকা বিশ্ববিদ্যালয়

শুরুতেই জানিয়ে রাখা দরকার এবছর থেকে ‘খ’ ইউনিটের পরীক্ষা পদ্ধতিতে চলতি ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে বিশেষ পরিবর্তন আনা হয়েছে। চলতি শিক্ষাবর্ষে কলা অনুষদের ইংরেজি বিভাগে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদেরকে বাংলার পরিবর্তে ইলেকটিভ ইংরেজি অংশের উত্তর করা বাধ্যতামূলক। ইলেকটিভ ইংরেজি অংশের উত্তর না করলে কোন শিক্ষার্থী ইংরেজি বিভাগে ভর্তি হতে পারবেনা। প্রশ্নে প্রদত্ত ৫টি বিষয়ের (বাংলা, ইংরেজি, ইলেকটিভ ইংরেজি, সাধারণ জ্ঞান ১, সাধারণ জ্ঞান ২) যেকোনও চারটি বিষয়ে উত্তর করতে হবে। চারটি অংশের অধিক উত্তর করলে পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হবে। যারা উচ্চ মাধ্যমিকে বাংলা পড়েনি তাদেরকেও ইলেকটিভ ইংরেজি অংশের উত্তর করতে হবে। তবে যারা উচ্চ মাধ্যমিকে বাংলা পড়েছে এবং ইংরেজি বিভাগে ভর্তি হতে ইচ্ছুক নয় তাদের ক্ষেত্রে ইলেকটিভ ইংরেজি বিষয়ে উত্তর না করলেও চলবে। সেক্ষেত্রে তাদেরকে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের দুটি অংশের উত্তর করতে হবে। সাধারণ জ্ঞানের প্রশ্ন প্রতিবারের মতোই হবে। তবে প্রশ্নে পাঁচটি অংশ করার সুবিধার্থে এবার সাধারণ জ্ঞানের প্রশ্নের দুটি ভাগ থাকবে। যার একটি অংশে থাকতে বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান এবং অপর অংশে থাকতে আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কিত সাধারণ জ্ঞান।

ঢাকা বিশ্ববিদ্যালয় “খ” ইউনিট ২০১৩-১৪ শিক্ষাবর্ষ এর প্রশ্নের সমাধান

Subject: English

Q1. The aim of the writer is to persuade the reader that
the most effective upbringing is the Asian way.
the Western way of upbringing is superior to the Asian ways.
Western children are brighter than Asian children.
both ways of upbringing have advantages and disadvantages.
Q2. To explain the relationship between upbringing and student performance the writer has
provided a dictionary meaning of upbringing.
given statistics of student performance.
compared and contrasted students of two different cultures.
used logic to reach a conclusion
Q3. The word ‘outperform’ means ________.
to surpass
to produce
to achieve
to fall short
Q4. Which is a criticism of Western upbringing made by the writer?
There is not enough respect for authority.
There is not enough memorization.
There is too much stress on creativity.
There is a shortfall of discipline.
Q5. The phrase ‘on the other hand’ is used to signal that the writer will
present the opposite point of view.
conclude the text.
give an example.
elaborate the previous point
Q6. The woman was _________ someone might recognize her.
afraid so
afraid about
afraid that
afraid with
Q7. _________ respect your point of view, I cannot agree.
Much as I
As much I
I also
so much as I
Q8. Choose the mis-matched pair.
immune, protected
nervous, disturbed
neurotic, stable
net, mesh
Q9. She went _______ the big gate _________ the prison _______ the road.
through, of, into
into, by, to
across, inside, over
by, to, on
Q10. From “I Wandered Lonely As a Cloud” we can infer that the poet saw
ten thousand daffodils.
a large number of daffodils.
the milky way and daffodils.
a host of yellow daffodils.
Q11. An “apple of discord” means
a beautiful object
an object of dispute
a favorite thing
a delicious fruit
Q12. The noun of ‘predict’ is
predictable
predicting
prediction
predicted
Q13. Iron __________ for weapons and tools in the Bronze Age.
is generally used
used
generally used
was generally used
Q14. A snake can eat and digest animals much larger than ______.
it
 itself
its
it has
Q15. Of the two boys, Latif is ________ intelligent.
most
more
as
far
Q16. They have tried but failed, ________?
haven’t they
aren’t they
don’t they
didn’t they
Q17. __________ of his obstinacy, we could not reach any conclusion.
Full
Much
Great deal
Because
Q18. My broken ankle is _________ me.
paining
aching
 hurting
wounding
Q19. You may ____________ culture shock by getting _________ to the new way of life.
overcome, accustomed
feel, used
get, expose
need, familiar
Q20. Choose the correct spelling…
Inacessibility
Inaccissibility
Inaccessebility
Inaccessibility
Q21. The word ‘ingenious’ means _________
deceptive
skillful
simple
complicated
Q22. The synonym of ‘commemorate’ is ___________.
overlook
memorize
observe
assert
Q23. The antonym of ‘assail’ is ___________.
attack
befriend
prevail
fly
Q24. Choose the appropriate translation of আমি তোমার জায়গায় হলে ঝুঁকিটি নিতাম না।
Was I you I would not take the risk.
If I were you I could not have taken the risk.
If I was you, I would not take the risk.
If I were in your shoes, I would not have taken the risk.
Q25. In “Jerry” the writer says that when she gave Jerry some candy and apples he
thanked her.
smiled in gratitude.
just looked at her.
did some extra work.

বিষয়ঃ বাংলা

২৬. কর্মধারয় সমাস কোনটি?
দেশত্যাগ
হতশ্রী
অনুদান
ভদ্রমহিলা
২৭. কোন শব্দটি দেশী?
মরিচ
আচার
ঝোল
হালুয়া
২৮. রূপক কবিতায় বাইরের অর্থ হচ্ছে
ভাবার্থ
বাচ্যার্থ
নিহিতার্থ
তাৎপর্য
২৯. বিসর্গের ধ্বনি কখন শোনা যায়?
সংযোজক অব্যয়ে
বিয়োজক অব্যয়ে
বিস্ময়সূচক অব্যয়ে
পদের মধ্যে বিসর্গ থাকলে
৩০. বসন্তের প্রতি কবি বিমুখ কেন?
বরনের আগে বসন্ত এসেছে বলে
শীত কবির প্রিয় বলে
বন্দনাগীতি রচিত হয়নি বলে
রিক্ত শীতের করুণ বিদায়কে ভোলা যাচ্ছে না বলে
৩১. Corrigendum- এর বাংলা পরিভাষা
শুদ্ধিপত্র
অনুরোধপত্র
পুনবিজ্ঞাপন
পুনর্বিন্যাস
৩২. ‘জাগরূক’ শব্দটি ধাতু ও প্রত্যয়যোগে সৃষ্ট হয়েছে এভাবে
জাগ + রূপ
জাগৃ + ঊক
জাগ্র + ঊক
জাগর + উক
৩৩. ‘অর্ধাঙ্গী’ অনুসারে স্বামী যখন পৃথিবী ও সূর্যের দূরত্ব মাপেন, স্ত্রী তখন
চাল মাপেন
বালিশের ওয়াড় মাপেন
শিশুর উচ্চতা মাপেন
রন্ধনশালায় থাকেন
৩৪. কোনটি ভিন্নধর্মী?
উদ্ভাস
প্রদ্যোত
ময়ূখ
শর্বর
৩৫. ‘চমকে উঠে উভয়েই তাকালাম ওর দিকে।’- বাক্যটির রচয়িতা
আবু জাফর শামসুদ্দিন
জহির রায়হান
সৈয়দ ওয়ালীউল্লাহ্‌
হুমায়ূন আহমেদ
৩৬. নিচের কোন যুক্তবর্ণে চারটি বর্ণের সংযোগ ঘটেছে?
ত্ত্যু
ভ্রূ
ঙ্ক্ষ্য
ঞ্জু
৩৭. কোনটি বহুবচনজ্ঞাপক শব্দের দৃষ্টান্ত নয়?
গ্রাম
মহল
দাম
ক্ষেত্র
৩৮. ‘কবর’ কবিতায় বৃদ্ধ তার কোন আত্মীয় কে সোনালী ঊষার সোনা মুখের সাথে তুলনা করেছেন?
স্ত্রীকে
পুত্রবধূকে
কন্যাকে
নাতনীকে
৩৯. ‘শৌখিন’ শব্দের বিপরীতার্থক শব্দ
কুশলী
নোংরা
পেশাদার
দুর্জন
৪০. You should accept this job to cut your teeth on. –এ বাক্যের বঙ্গানুবাদ
খেয়ে-পরে বাঁচার জন্য তোমার চাকরিটি নেয়া উচিত
অভিজ্ঞতা লাভের জন্য তোমার চাকরিটি নেয়া উচিত
সম্মান বাঁচানোর জন্য তোমার চাকরিটি নেয়া উচিত
উন্নতির জন্য তোমার চাকরিটি নেয়া উচিত
৪১. ‘উলঙ্গ বাল্বের আলোয় তার সযত্নে মেছোয়াক করা দাঁত ঝকঝক করে।‘- এ কথা কার দাঁত সম্পর্কে বলা হয়েছে?
মোদাব্বেরের
এনায়েতের
ইউনুসের
মতিনের
৪২. ‘সে না এলে তুমি যাবে না, সে বলে পাঠিয়েছে যে তার আসতে দেরি হবে।‘- কোন ধরণের বাক্য?
মিশ্র বাক্য
সরল বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
৪৩. ‘কাজটা ভালো দেখায় না।‘– কোন বাচ্যের উদাহরণ?
কর্মকতৃবাচ্য
কতৃবাচ্য
কর্মবাচ্য
ভাববাচ্য
৪৪. ‘সমাগত সুধী জনকে সাদর সম্ভাষণ ও অভিনন্দন জানানো হল।’- বাক্যটিতে উপসর্গের সংখ্যা
চার
পাঁচ
ছয়
সাত
৪৫. ‘সাহিত্যেখেলা’ প্রবন্ধে প্রমথ চৌধুরী কোন কথাটি বলেননি?
কবির মনের পরিপূর্ণতা থেকে সাহিত্যের উৎপত্তি
শিক্ষার উদ্দেশ্য মানুষের মনকে জাগানো
কাব্যরস লোকে সানন্দে পান করে
শিক্ষকের হাতে শিক্ষার জন্ম
৪৬. আঠার বছর বয়স বাঁচে
লক্ষ দীর্ঘশ্বাসে
শপথের কোলাহলে
দুর্যোগ আর ঝড়ে
বিপদের মুখে
৪৭. ‘চোগা’ শব্দটি কোন উৎস থেকে আগত?
হিন্দি
আরবি
ফরাসি
তুর্কি
৪৮. ‘পামপট্টি’দেওয়া– বাগ্বিধিটি বোঝায়
ফুঁ দেওয়া
খুশি করা
চাটুকারিতা করা
আশ্বাস দেওয়া
৪৯. অতিরিক্ত কথা বলার ভাবজ্ঞাপক দ্বিরুক্তি
গড়গড়
ফড়ফড়
হড়হড়
চড়নড়
৫০. দুটি পরস্পরবিরূদ্ধ ও কলহপ্রিয়া পক্ষের মধ্যস্থ করিতে গেলে নিরপেক্ষ হওয়া শ্রেয়ো। চলিত রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা কত?
সাত
ছয়
পাঁচ
চার

Subject: General Knowledge

৫১. প্রস্তাবিত রামপাল বিদ্যুৎকেন্দ্র কোন জেলায়?
পটুয়াখালিতে
সাতক্ষীরায়
খুলনায়
বাগেরহাটে
৫২. বাংলাদেশের আসন্ন নির্বাচন কততম?
১০ম
৯ম
৭ম
৮ম
৫৩. বর্তমান পোপ ফ্রান্সিস কোন দেশের নাগরিক?
পেরু
আর্জেন্টিনা
বলিভিয়া
ব্রাজিল
৫৪. ভারতে টেলিগ্রাফ কত বছর চালু ছিল?
১৫৫ বছর
১৬২ বছর
১৫০ বছর
১৪৫ বছর
৫৫. বর্তমানে সবচেয়ে বেশি চলচ্চিত্র তৈরি হচ্ছে
ভারতে
যুক্তরাষ্ট্রে
জাপানে
চীনে
৫৬. উপকূল হতে বাংলাদেশের সমুদ্রসীমা
১২০ নটিক্যাল মাইল
২২০ নটিক্যাল মাইল
১২ নটিক্যাল মাইল
২০০ নটিক্যাল মাইল
৫৭. আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান, ইরাক ও কুয়েত – এই রাষ্ট্রগুলো প্রাচীন কোন সভ্যতার অংশ?
সিন্ধু সভ্যতা
মোসোপটেমিয়ান সভ্যতা
রোমান সভ্যতা
মিশরীয় সভ্যতা
৫৮. ২০১৩ সালকে জাতিসংঘ ঘোষণা করেছে
ভাষা বর্ষ
পানি সহযোগিতা বর্ষ
বন বর্ষ
ক্ষুদ্র ঋণ বর্ষ
৫৯. ‘রয়টার্স’যে দেশের সংবাদসংস্থা
জার্মানি
ব্রিটেন
পোল্যান্ড
ফ্রান্স
৬০. ‘এ্যাপেক’ কী?
কোনোটিই নয়
এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন
এশিয়ান পাওয়ার এক্সচেঞ্জ করপোরেশন
এ্যালাইড পিস-কিপিং কাউন্সিল
৬১. ‘সংস্কৃতি’ পত্রিকাটির সম্পাদক
আনিসুজ্জামান
সিরাজুল ইসলাম চৌধুরী
বদরুদ্দীন উমর
আবুল মনসুর আহমদ
৬২. ‘মহাসেন’ শব্দের সাথে সম্পর্কিত
বন্যা
ভূমিকম্প
টর্নেডো
সাইক্লোন
৬৩. বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয়
৯০০ ইউএস ডলার
১০৪৪ ইউএস ডলার
১০০০ ইউএস ডলার
১২০০ ইউএস ডলার
সংশোধিত ২১ মে, ২০১৪  মাথাপিছু আয়  ১০৪৪ ডলার থেকে বেড়ে ১১৮০ ডলারে দাঁড়িয়েছে।
৬৪. ‘ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট’ বইয়ের লেখক-
আ. লুইস
নাগিব মাহফুজ
নেলসন মান্ডেলা
লি কুয়ান ইউ
৬৫. মালালা ইউসুফজাই কোন শহর থেকে শিশু শান্তি পুরস্কার গ্রহণ করেন ?
নিউ ইয়র্ক
লন্ডন
দি হেগ
ওয়াশিংটন
৬৬. বাংলাদেশ পরিবেশ বিষয়ক সংগঠনের নাম
হৃদয়ে বাংলাদেশ
গ্রামীণ ব্যাংক
বিইএমএফ
তেল গ্যাস রক্ষা কমিটি
৬৭. পাটালিপুত্র রাজধানী ছিল-
সেনদের
পালদের
মৌর্যদের
গুপ্তদের
৬৮. ডেভিড ফ্রস্ট ছিলেন-
সাংবাদিক
রাজনীতিবিদ
চিকিৎসক
মুক্তিযোদ্ধা
৬৯. পত্রিকা পড়ে শেখা, টেলিভিশন দেখে শেখা, অন্যকে অণুসরণ করে শেখা, বিভিন্ন স্থান ভ্রমন করে শেখা হচ্ছে শিক্ষার-
এ. বি. ও সি. –এ উল্লিখিত সবকটি পদ্ধতি
অনানুষ্ঠানিক পদ্ধতি
উপানুষ্ঠানিক পদ্ধতি
আনুষ্ঠানিক পদ্ধতি
৭০. বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ ?
তিনটি
চারটি
দুইটি
একটি
৭১. সামাজিক পরিবর্তনের উপাদান নয়-..
শিল্পায়ন
বাসস্থান
নগরায়ন
শিক্ষা
৭২. তমদ্দুন মজলিশ ছিল একটি-
সাংস্কৃতিক প্রতিষ্ঠান
সামাজিক প্রতিষ্ঠান
রাজনৈতিক প্রতিষ্ঠান
দাতব্য প্রতিষ্ঠান
৭৩. বাংলাদেশের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করতে পারেন কে?
প্রধান মন্ত্রী
রাষ্ট্রপতি
প্রতিরক্ষা মন্ত্রী
সেনা প্রধান
৭৪. আইএসবিএন যে উপকরণ চিহ্নিত করার কাজে ব্যবহৃত হয়-
বই
সাময়িকী
সফটওয়্যার
হার্ডওয়্যার
৭৫. আমেরিকা বাংলাদেশকে দেয়া জিএসপি সুবিধা স্থগিত করে কত সালে ?
২৭ জুন ২০১৩
২৯ জুন ২০১৩
৩০ জুন ২০১৩
১ জুলাই ২০১৩
আমি প্রতিটি প্রশ্নের সর্বাধিক নির্ভুল উত্তর দেওয়ার চেস্টা করেছি। তারপরেও কোন প্রশ্নের উত্তর ভুল মনে হলে আমাকে কমেন্ট করে জানবে।

April 5, 2015

২য় শ্রেনি বাংলা প্রশ্ন


‡kÖwYt wØZxq
welqt evsjv
mgqt 2 N›Uv                                                                                                                    c~Y©gvbt100
1|  KweZv Ges Kwei bvg D‡jøL c~e©K ÓAvgv‡`i †QvU b`xÓ A_ev ÓAvwg neÓ KweZvi cÖ_g AvU jvBb †jL|        10
2|     †h †Kvb 5wU cÖ‡kœi DËi `vI:                                                                                      54=   20
     (K) mßv‡n wK evi ¯‹zj QzwU _v‡K?
     (L) †R‡j fvB wK K‡ib?
     (M) gv ivM K‡i wK ej‡eb?
     (N) KvVz‡I Kv`‡Z jvM‡jb †Kb?
     (O) bw`i `yB avi †`L‡Z †Kgb?
     (P) KLb bw` cvwb‡Z f‡i hvq?
3|   kãv©_ wjLt ( †h †Kvb 5wU)  

April 4, 2015

অটিজম

ভালোভাবে খেয়াল করলে আমাদের চারপাশের অনেক পরিবারেই কোনো না কোনো অটিস্টিক শিশু দেখতে পাব। রোগটির নাম অটিজম। এটি শিশুর এমন এক মানসিক রোগ, যা তার মস্তিষ্কের স্বাভাবিক বিকাশের প্রতিবন্ধকতার কারণে  হয়।  প্রতি ১০ হাজার ০ শিশুর মধ্যে ৫জনের এই রোগ হওয়ার আশঙ্কা রয়েছে। আর এ রোগে আক্রান্ত ছেলেশিশুর হার মেয়েশিশুদের  তুলনায় চার-পাঁচ গুণ বেশি।
অটিজমে আক্রান্ত শিশুর জন্মের তিন বছরের মধ্যেই বিভিন্ন অস্বাভাবিকতা দেখা যায়। শিশুটি আশপাশের কারো সাথে সামাজিক যোগাযোগ বা ভাব বিনিময়ে অস্বাভাবিক রকম পিছিয়ে থাকে। চোখের ইশারা বা অন্যর ইশারা বোঝা, কথার জবাব দেওয়া, সমবয়সী ও অন্য বয়সী শিশুদের সাথে খেলাধুলা বা ভাববিনিময় করাসহ নানা কিছুতে তারা অনেকটাই অসমর্থ থাকে। অটিস্টিক শিশুকে সামাজিক হাসি বিনিময় করতে দেখা যায় না। অনেক সময় অর্থহীন কথা বা ছড়া বলে, একা একা একই ধরনের খেলা খেলে চলে, মাথা বা শরীর ঝাঁকায়, দাতে দাত ঘষে বা কিড়মিড় শব্দ করে কিংবা অমনোযোগহীনতা ও পুনরাবৃত্তিমূলক আচরণ করে।  কিন্তু সব অটিস্টিক শিশুর আচরণ একরকম নয়, বিভিন্ন শিশু বিভিন্ন ধরনের ধরনের আচরণজনিত সমস্যায় ভোগে। তাদের লক্ষণগুলো ধীরে ধীরে বাড়তে থাকতে পারে। তবে এদের মধ্যে অনেক শিশুরই কৈশোরের দিকে কিছুটা উন্নতি হয়।
অটিজমের নির্দিষ্ট কারণ এখনো বিজ্ঞানীদের অজানা। আর এ ধরনের শিশুরা এ রোগের কারণে অন্য কোনো শারীরিক সমস্যায়ও ভোগে না। অবশ্য অনেকেরই স্বাভাবিকের তুলনায় অনেক কম আইকিউ থাকে।
অটিজম এখন পর্যন্ত ওষুধে ভালো হওয়ার মতো কোনো রোগ নয়। সাইকোথেরাপিও এ রোগ থেকে শিশুকে মুক্তি দিতে পারে না। কিন্তু এজন্য কোনো ঝাড়ফুক বা কুসংস্কারের আশ্রয় না নিয়ে বরং যত দ্রুত সম্ভব শিশুটিকে যথোপযোগী শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করা উচিত। এর মাধ্যমে শিশুর দুর্বলতা ও সীমাবদ্ধতাগুলি খুঁজে বের করে তা দূর করার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি শিশুটির মাঝে কী প্রতিভা আছে তাও খুঁজে বের করতে হবে। আর সেই প্রতিভার বিকাশে শিশুটিকে সার্বিকভাবে সহায়তা  দিতে হবে। এর ফলে শিশুটি তার সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসতে সচেষ্ট হবে। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই অটিস্টিক শিশুর জন্য এমন শিক্ষাব্যবস্থা রয়েছে।
অটিস্টিক শিশুর আচরণগত অস্বাভাবিকতা থাকায় পরিবারের অনেকের মনে বিরক্তির সৃষ্টি হতে পারে। অভিভাবকদের এ ব্যাপারে খুব সচেতন ও যত্নবান হতে হবে। ধৈর্য আর সংবেদনশীলতা নিয়ে শিশুটির স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করতে হবে। এ ধরনের শিশুরাও অনেক ভালো ও গঠনমূলক কাজ করতে পারে। তাই পুরোপুরি হতাশ হওয়া যাবে না।
কিছু আচরণগত লক্ষণ দেখে অটিজম নির্ণয় করতে হয় :
* যদি এক বছরের মধ্যেও শিশুটি মুখে কোনো আওয়াজ না করে বা ইশারা ও অঙ্গভঙ্গির মাধ্যমে কিছু না বোঝায়;
* দেড় বছরের মধ্যে যদি এক শব্দের মিশ্রণে কোনো বাক্য না বলে;
* দুই বছরের মধ্যে যদি দুই শব্দের কোনো বাক্য না বলে;
* তিন বছর বয়সের মধ্য যদি শিশুটির কথা বা আচরণ হঠাৎ পরিবর্তিত যায়।
ওপরের লক্ষণগুলো যদি থাকে, তাহলে হতে পারে যে শিশুটি অটিজমের শিকার হয়েছে। এমনটি হলে যথাশীঘ্র শিশু মানসিক রোগ বিশেষজ্ঞ বা শিশুরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে। এবং সঠিক দিকনির্দেশনা মেতে চলতে হবে।

April 3, 2015

ঘর সংসার


G‡`‡k w`b‡K w`b bvix wbhv©Zb AvksKv RbK fv‡e †e‡oB P‡j‡Q| †hŠZz‡Ki Rb¨ ¯¿x‡K Lyb Kiv wbZ¨ ˆbwgwËK NUbvq cwibZ n‡q‡Q| GQvov al©b I GwmW wb‡ÿ‡ci NUbvI cÖvq †ivRB NU‡Q| GK cwimsLv‡b Rvbv †M‡Q ,MZ Rvbyqvwi gvv‡m GK mßv‡n †gvU 9 Rb M„neay Lyb n‡q‡Q | Giv cÖvq mK‡j Lyb n‡q‡Q †hŠZz‡Ki Kvi‡b| IB GKB mßv‡n 7 Rb bvix cvlweK al©‡bi wkKvi n‡q‡Q|
WcÖq †ev‡biv,Avmyb Gev‡i GKUz AsK K‡m †`Lv hvK| hw` IB cwimsLvb‡K mwVK e‡j a‡I wbB,Zvn‡j evrmwiK wnmve `vov‡”Q 468wU Lyb, 346 wU al©b| ejv evûj¨ IB mg¯Í NUbvi cÖK…Z msL¨vwU cwimsLvbwe`‡`I wnmv‡ei †P‡q †ewkB n‡e|

Avgiv gy‡L hZB †hŠZzK wewnb we‡qi K_v ewjbv †Kb, e¨w³MZ Rxe‡b Avgiv wK PvB bv, Avgvi †hvM¨ †Q‡jwUi Rb¨hv‡K evwoi eD K‡i AvbwQ Zvi evev gv we‡qi mgq Zv‡K Dchy³ fv‡e m¤úª`vb KiæK? ey‡K nvZ w`‡q ejyb †Zv,Avgv‡`i mgv‡R Avgiv kZKiv KRb GB ÓDchy³ m¤úª`vbÓ - Gi MwÛ †_‡K evwn‡i Avm‡Z †c‡iwQ? Avmj K_v nj ,gy‡L Avgiv hvB ewj bv †Kb, G e¨vcv‡i gy‡j¨‡ev‡ai w`K †_‡K Avgiv Ae¯’vb KiwQ †mB gvÜvZvi Avg‡jB| Avi Avgv‡`i G B gb gvbwlKZvi Rb¨ Rb¥ wb‡”Q bvbv iKg RwUjZvi|cvÎ cÿ Avi Kb¨v c‡ÿi gv‡S m„wó n‡”Q bvbv gZ we‡iv‡ai|

ফলস্বরুপ,এর বিস্ফরন ঘটছে নারী হত্যার মতো চরম এক বিয়েগান্তক এবং মর্মান্তিক অঘটনের মধ্যে দিয়ে সুতরাং দেখা যাচ্ছে , মুখে আমরা যত্ ভাল ভাল কপচা্ি না কেন কার্যত হচ্ছে এর উল্টাভ।  স েজন্য বিরাজমান সমস্যারও হচ্ছে না কোন সমাধান।Avi ZvB GB †hŠZzK mgm¨vi  mgvav‡bi Rb¨ Avgv‡`i mK‡ji AvZ¥Dcjwäi mgq G‡m‡Q| Avmyb GB bZzb Av‡›`vj‡b Avgiv mK‡j kwiK nB|