January 19, 2017

ইন্টারেক্টিভ প্রদত্ত ডিজিটাল কন্টেন্ট PLAY না হলে যা করবেন





অনেকে অভিযোগ করেছেন http://digitalcontent.ictd.gov.bd/index.php/tutorial/digitalcontent এই লিংক থেকে কন্টেন্ট ডাউনলোড করার পর তা আর play হচ্ছে না।
প্রথেমেই বলে রাখি এটা কিন্তু কোন ভিডিও না , এটা একটা apps . যেটা মুলত flash player এ চলে ।
প্রথমতঃ যে ফাইলটি আপনি ডাউনলোড করছেন সেটা একটা zip ফাইল,

*এটাকে unzip করতে হবে,
* Entreat all করতে হবে নিচের চিত্রে মতো

*তার পর ও যদি play না হয়
* Run anyway  করতে হবে,
* তারপর ও যদি play না হয় তবে
*  ফাইলটি সিলেক্ট করে right বাটন ক্লিক করে property ক্লিক দিতে হবে নিচের চিত্রের মতো
* তারপর compatibility ক্লিক দিতে হবে নিচের চিত্রের মতো
* তারপর Run this program in compatibility mode for এর ঘরে ক্লিক/ টিক দিতে হবে
* তারপর আপনার কম্পিউটারে যে অপারেটিং সিস্টেম ইন্সটল করা আছে সেটাতে সিলেক্ট দিতে হবে
* তারপর click Apply > click ok
আসা করা যায় এবার play হবে।
যদি না হয় তবে ডাউনলোডে কোন সমস্যা ছিল পুনরায় নতুন করে ডাউনলোড দিন।
( উপরের প্রসেস গুলো শুধু মাত্র যারা কম্পিউটার ভার্সন ডাউনলোড দেবার পরও PLAY হয় নাই তাদের জন্য )
ধন্যবাদ ভালো থাকবেন।
by Bengir Haque Repon




No comments: