কম্পিউটারে স্কির্ন সর্ট কিভাবে নেব?
আমারা যারা প্রতি নিয়ত computer এ কাজ করি, বিভিন্ন সময়ে ফেসবুকে ছবি আপলোড করি তাদের অনেক সময় স্কির্ন সর্ট নেবার প্রয়োজন হয়। কিন্তু আমরা যারা জানিনা তাদের কাছে এই স্কির্ন সট এর ব্যাপার টা খুব জটিল মনে হতে পারে কিন্তু খুবই সাধারন ভাবে এই কাজ টা আমরা করতে পারি। আসুন এবার দেখা যাক কিভাবে আমরা স্কির্ন সর্ট নেব?
step-1 : computer এর স্কিনের কোন অংশটা সর্ট নেব তা মাউস দ্বারা select করি। ( হতে পারে সম্পুর্ন স্ক্রিন বা আংশিক )। তার পর কিবোর্ডের printSc SysRq বাটনে press করি।
step-2 : এবার start বাটনে ক্লিক করি> Search অপশানে paint লিখি>paint এ ক্লিক করে তারপর paste বাটনে ক্লিক করি> তারপর save .
ব্যাস হয়ে গেল computer এর স্ক্রিন Short.
খুব সাধারন ভাবে কাজটি হয়ে গেল কোন রকম software এর ব্যবহার ছাড়াই।
No comments:
Post a Comment