Facebook ফ্রেন্ড দের হাইড করা Email ID কিভাবে বের করবেন?
আজ আমরা দেখব কিভাবে ফেসবুক ফ্রেন্ড দের hide করা Email ID বের করব ?
আমরা অনেক ফ্রেন্ড এর প্রোফাইলে ঢুকে দেখি তাদের Email ID তে লিখা থাকে ask for Email Id সেক্ষেত্রে ইচ্ছা থাকলেও কিংবা প্রোয়োজন থাকলেও ইমেইল দেখা যায় না। আমি আজ খুব চ্ছোট্ট একটি ট্রিক্স দেব যা দ্বারা খুব সহজেই আপনারা ইমেইল আইডি বের করতে পারবেন। যদি সে আপনার friend list এ থাকে আর যদি তার facebook account মেইল দ্বারা খোলা থাকে । যদি ফোন নম্বর দ্বারা খোলা থাকে তবে সমস্যা নেই ,সেটাও পেয়ে যাবেন।
এবার একটা সাধারন প্রশ্ন মনে জাগতে পারে, এই ইমেল দিয়ে কি করবেন?
প্রথম কথা হল ইমেইল আইডি দিয়ে সার্চ করে সহজে আপনার
ফ্রেন্ডকে খুঁজে পেতে পারেন। হঠাৎ দেখলেন আপনার কিছু ফ্রেন্ড হাওয়া হয়ে
গেছে,
বুঝতে
পারছেন না আপনি
BLOCK খাইছেন না
আপনার ফ্রেন্ড তার আইডি DEACTIVATE
করে রাখছে, তখন ইমেইল আইডি দিয়ে অন্য অ্যাকাউন্ট থেকে সার্চ করে
বিষয়টা বুঝতে পারবেন।
এবার দেখে নিন কাজটা যেভাবে করবেন-
প্রথমে Yahoo তে একটা অ্যাকাউন্ট করে নিন।
তারপর Log In করে Mail – এ যান। নিচের ছবি দেখুন-
যেখানে CONTACTS লিখা / নিচের মত আইকন সেখানে ক্লিক করুন-
এবার দেখে নিন কাজটা যেভাবে করবেন-
প্রথমে Yahoo তে একটা অ্যাকাউন্ট করে নিন।
তারপর Log In করে Mail – এ যান। নিচের ছবি দেখুন-
যেখানে CONTACTS লিখা / নিচের মত আইকন সেখানে ক্লিক করুন-
তারপর Import Contect – এ ক্লিক করুন-
এবার যেখানে Facebook-এর Logo / Facebook দেখছেন সেখানে ক্লিক করুন।
তারপর Facebook এ Log in করুন নিম্নের মত।
ব্যস, কাজ শেষ। এবার সব ইমেইল লোড নিবে।
কিছুক্ষন অপেক্ষা করুন বেশ কিছুটা সময় নিবে ,অবশ্য এটা নির্ভর করবে আপনার ফ্রেন্ডস এর সংখ্যার উপর।
তারপর Action এর ঘরে একটি চার কোনা বক্স থাকবে ( চিত্রের মত সেখানে ক্লিক করলে ৫০০ টিক অর্থাৎ ৫০০ সিলেক্ট হবে আপনার ফ্রেন্ড যদি আরো বেশি থাকে তবে চিত্রের মত করে কার্সার দ্বারা স্কোরাল বার কে নিচে টেনে নামান
দেখবেন নিচে আর টিক দেয়া নাই, এবার আবার Action এর ঘরে টিক দিন এভাবে পর্যায় ক্রমে সব সিলেক্ট হয়ে যাবে।
তারপর Assign Option এর Assign Contacts এ ক্লিক করুন ( চিত্রে দেখানো আছে )
Assign To List একটি বক্স আসবে সেখানে ফাইলের একটা নাম দিবেন ( চিত্রে দেখানো আছে )
এবার Done এ ক্লিক ব্যাস আপনার কাজ প্রায় শেষ।
No comments:
Post a Comment