আজ আমি আপনাদের সামনে ৩ টি ট্রিকস তুলে ধরব পাওয়ার পয়েন্ট স্লাইড সম্পর্কেঃ
- আপনার পাওয়ার পয়েণ্ট প্রেজেনন্টেশনটি কে সবাই দেখতে পাবে কিন্তু পরিবর্তন করতে পারবে না।
- অথবা এমন কোন কম্পিউটারে Open করতে চান যেখানে PowerPoint-2007 বা তার পরবর্তী ভার্সন গুলি নাই। কিন্তু আপনার ফাইলটি PowerPoint-2007 বা তার পরবর্তী ভার্সনে তৈরি করা।
- যেখানে পাওয়ার পয়েন্ট প্রেজেনন্টেশনটিকে প্রদর্শণ করবেন সেখানকার কম্পিউটারে PowerPoint ইন্সটল করাই নেই।
পাওয়ার পয়েণ্ট প্রেজেনন্টেশনটি কে সবাই দেখতে পাবে কিন্তু পরিবর্তন করতে পারবে না।
Ø১।
যে পাওয়ার পয়েণ্ট প্রেজেনন্টেশনটি কে আমরা দেখতে দেব কিন্তু পরিবর্তন করতে দেব না প্রথমে সেটিকে চালু করব।
Ø২।
প্রেজেনন্টেশনটির সকল কাজ সম্পাদনের পর PowerPoint-2007 এর ক্ষেত্রে Click – Office Button – Publish – Package for
CD এবং PowerPoint-2010/2013 এর ক্ষেত্রে Click – File – Save & Send – Package
Presentation for CD – Package for CD
Ø৩।
Package for CD ডায়লোগ বক্সটি চালু হবে।
Ø ৪।
Click – Options
Ø৫।
Options ডায়লোগ বক্সটি চালু হবে।
Ø
৬।যদি চান পাওয়ার পয়েণ্ট প্রেজেনন্টেশনটি
কে সবাই দেখতে পাবে কিন্তু পরিবর্তন করতে পারবে না তাহলে Password to modify each presentation: ঘরে একটি Password লিখে OK Click করুন।
Ø৭।
Confirm password ডায়লোগ বক্সটি চালু হবে।
Ø৮।
Reenter the password
required to modify files: ঘরে Password টি পুণরায় লিখে OK Click করুন।
Ø ৯।
Click – Copy to Folder
Ø ১০।
Copy to Folder ডায়লোগ বক্সটি চালু হবে।
Ø ১১।
Folder name: ঘরে Folder টির নাম লিখে কোথায় Save করতে চান Browse ক্লিক করে Location টি দেখিয়ে দিয়ে OK Click করুন।
Ø ১২।
এবার Yes ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন।
Ø ১৩।
কাজ শেষ হলে পাওয়ার পয়েণ্ট ফাইল সহ সবকিছু Close করুন।
Ø
১৪।এবার Folder টি যেখানে Save করেছেন সেখান গিয়ে Folder টি Open করুন।
Ø
১৫। পাওয়ার পয়েণ্ট প্রেজেনন্টেশন টি যে নামে Save করা ছিল সেটি দেখতে পাবেন।
Ø
১৬। Click করলে password ডায়লোগ বক্সটি চালু হবে।
Ø
১৭। এবার Click– Read Only তাহলে পাওয়ার পয়েণ্ট প্রেজেনন্টেশন টি চালু হবে।
Ø ১৮।
এবার নিজেই চেষ্টা করে দেখেন সিলেক্ট হবে কিন্তু পরিবর্তন হবে না।
Ø
১৯। পরিবর্তন চাইলে আপনাকে Password দিয়ে OK Click করতে হবে।
No comments:
Post a Comment