বিদ্যালয়ের মান উন্নয়নের কৌশল সমূহ দেখতে বা ডাউনলোড করতে
এখানে ক্লিক করুন
বিদ্যালয়ের মান উন্নয়নের কৌশল সমূহঃ
1.
শিশু ভর্তির হার ১০০%।
2.
উপস্থিতির হার কমপক্ষে ৮৫%।
3.
পাশের হার ১০০%।
4.
অন্যান পরিক্ষায় সকল শিক্ষার্থীর সকল বিষয়ে কমপক্ষে ৪০% নম্বর ।
5.
আঙ্গিনা ও শ্রেনি কক্ষ নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন করা। পর্যায়ক্রমে নির্ধারির শিক্ষককে দায়িত্ব দেয়া । প্রতিটি শ্রেণী কক্ষে ময়লা ফেলার ঝুড়ি রাখা। দেয়ালে শিক্ষা মূলক বানী ও ছবি আকার ব্যবস্থা করা। দেয়ালে বিলয়ের সময় সুচি লেখা ।
6.
প্রতিটি শ্রেনি কক্ষে দেয়াল ঘড়ি এবং ক্লাশ রুটিনের ব্যবস্থা রাখা।
7.
কাব দল গঠন এবং নিয়মিত কার্যক্রম চালানো ।
8.
সাইন বোর্ড কমপক্ষে ৬ ফিট বাই ৪ ফিট, অম্লিন, প্রকাশ্য স্থানে ও সুস্পস্ট, যা দূর থেকে দেখা যায় ।
9.
ফুল ও ফলের বাগান । পরিচর্যার জন্য নির্ধারিত শিক্ষক ও শিক্ষার্থীদের দ্বায়িতে দেয়া।
10.
জাতীয় পতাকা সঠিক মাপ, সঠিক রঙ, সোজা দন্ড (২০ ফিট ), দড়ির সাহায্য উত্তলোন করা।
11.
টয়লেট পরিস্কার রাখা ।
12.
শিক্ষক গন প্রতিদিন ক্লাস শুরুর ১৫ মিনিট আগে আসা। এবং সর্বশেষ ঘণ্টার ১৫ মিনিট পরে বিদ্যাল ত্যাগ ।
13. শিক্ষকগনের (CL ) বয়া নৈমিত্তিক ছুটি নেয়ার প্রবণতা কমানো ।
14.
দৈনিক সমাবেশ নিয়মিত। সমাবেশে কোরান তেলোয়াত, জাতীয় সঙ্গীত সহ ছাত্র
ছাত্রিদের পোষাক, নখ, দাত, চুল, এর পরিচ্ছন্নতা আদব কায়দা এবং সুন্দর আচরন
সম্পর্কে প্রতিদিন শিক্ষা দেয়া।
15.
সকল ছাত্র ছাত্রি নাম, ঠিকানাসহ বাংলায় ও ইংরেজিতে সঠিক ভাবে বলতে ও লিখতে পারা ।
16. নিজ ধর্ম বিষয়ে সকল শিক্ষার্থীর যোগ্যতা অনুযায়ি পুর্নাংগ জ্ঞান থাকা । মুসলমানেরা কমপক্ষে ৫টি সুরা শুদ্ধ ভাবে বলতে পারা। ওযু, তায়াম্মুম, গোসল করতে ও নামাজ পড়তে পারা। হারাম হালাল সম্মর্কে জ্ঞান রাখা।
17.
শিক্ষক/ শিক্ষিকা পুরোপুরি ধর্মীয় আদর্শ মেনে চলা। শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষা দেয়া।
18.
সকল শিক্ষক পাঠ টিকা ও উপকরন ব্যাবহার নিশ্চিত করা।
19.
সকল ছাত্র ছাত্রিদের হাতের লেখা সুন্দর করার চেষ্টা করা।
20.
সকল ছাত্র ছাত্রির হাম নাত, কেরাত, গজল সঙ্গিত, জাতীয় সংগিত, দেশ গান,উপস্থিত বক্তৃতা এবং সাধারন জ্ঞানে পারদর্শীতা, রুটিন অনুযায়ী এ ব্যাপারে চর্চা করা। স্কুলে লাইব্রেরি ও ছাত্র ছাত্রিদের বই পড়তে উৎসাহী করা। নিয়মিত খেলাধুলার ব্যাবস্থা করা।
21.
জাতীয় দিবস ভালো ভাবে উৎযাপন করা। সকল জাতীয় দিবসের তাতপর্য আলোচনা ও প্রার্থনার ব্যাবস্থা করা।
22. বছরে কমপক্ষে ৩ বার অভিবাবক সমাবশ করা।
23. শিক্ষকদের কমন রুমের সকল জিনিস সুন্দর ভাবে গোছানো রাখা।পরিস্কার পরিচ্ছন্ন, দেয়ালে বানি সমূহ ও তথ্য সমৃদ্ধ, বোডে সকল শিক্ষকের ছবি, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষক গনের পরিচয় পত্র এবং যোগদানের তারিখ সহ সকল রেজিষ্টার হালফিল রাখা ।
24.
ছাত্র ছাত্রি, শিক্ষক, অভিবভাবক, ম্যানেজিং কনিটির মধ্যে সৌহাদ্য পুর্ন্য সম্পর্ক বজায় বাখা।
25. শিক্ষক গন কতৃপক্ষের যে কোন আদেশ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে গ্রহন করা। এবং পুরোপুরি অন্তর দিয়ে মেনে চলতে চেষ্টা করা।
26. প্রধান শিক্ষকের কক্ষে মনিটরিং বোর্ড এবং অন্যান তথ্য স্পষ্ট ও সুন্দরভাবে প্রদর্শনের ব্যাবস্থা করা।
27. প্রধান শিক্ষক সহ অন্যান সকল শিক্ষক প্রাথমিক স্তরের সকল পাঠ্য বই পড়া ও স্বচ্ছ ধারনা থাকা।
প্রিয়
শিক্ষক, উপরের বৈশিষ্ট গুলো একটু চেষ্টা করলেই অর্জন করা সম্ভব, দয়া করা সকলে মিলে
সাহস ও আন্তরিকতার সাথে কাজ করলে একটিও ভাল স্কুল উপহার দেয়া সম্ভব।
No comments:
Post a Comment