March 27, 2017

প্রাথমিক বিদ্যালয়ের কারিকুলাম ভুক্ত ১৩টি গানের অডিও/ mp3



প্রাথমিক বিদ্যালয়ের কারিকুলাম ভুক্ত ১৩টি গানের অডিও/ mp3 ডাউনলোড বা শুনতে করতে ক্লিক এখানে 
https://drive.google.com/drive/folders/0B9YshqB5LYkQYUN6NS1vTXhQaXc?usp=sharing

“সংগীত বিষয়”-এর উদ্দেশ্য: 
১. ভবিষ্যত প্রজন্মের শিশুরা যেন সৃজনশীল হয়ে উঠতে পারে। এ লক্ষ্যে সংগীতের সহজ-সরল সুর ও ছন্দের মধ্য দিয়ে শিশুদের সুকুমার বৃত্তিগুলোকে জাগিয়ে তোলা।
২. সংগীতের মধ্য দিয়ে ঐতিহ্য, দেশপ্রেম, সমাজ ও পরিবেশ এবং প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়া।
৩. মাতৃভাষা, দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সংগ্রাম সম্পর্কে গৌরববোধ করা ও উদ্দীপ্ত হওয়া।
৪. সুনাগরিক হওয়ার সাথে সাথে বিশ্ব-নাগরিক হিসেবে গড়ে তোলা।
৫. একবিংশ শতাব্দীর তথা যুগোপযোগী শিক্ষায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা যাতে তৈরি হতে পারে, সংগীতের শিক্ষাক্রম সেইভাবে প্রস্তুত করা।
৬. সংস্কৃতি মনস্ক হওয়া।
“সংগীত বিষয়”-এর নির্ধারিত প্রান্তিক যোগ্যতা:
১) ছড়া গান গাইতে পারা, 
২) জাতীয় সংগীত গাইতে পারা, 
৩) “আমার ভাইয়ের রক্তে রাঙানো—” শহিদ দিবসের এই গান গাইতে পারা,
 ৪) উদ্দীপনামূলক গান গাইতে পারা, 
৫) প্রার্থনা সংগীত গাইতে পারা, 
৬) মুক্তিযুদ্ধের গান গাইতে পারা, 
৭) বাংলাদেশের লোক সংগীত গাইতে পারা, 
৮) বিশ্ব-সংগীত গাইতে পারা, 
৯) দেশাত্ববোধক গান গাইতে পারা।

প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য শ্রেণিভিত্তিক ১৩টি সংগীতঃ
  উপরোক্ত ৯টি প্রান্তিক যোগ্যতা অর্জনের জন্য ২০১২ সালে প্রণীত শিক্ষাক্রম অনুসারে প্রাথমিক স্তরে নিম্নবর্ণিত ১৩টি সংগীত নির্ধারণ করা হয়েছে:
ক্র:
নং
সংগীতের শিরোনাম
যে শ্রেণির জন্য নির্ধারিত
প্রথম
শ্রেণি
দ্বিতীয়
শ্রেণি
তৃতীয়
শ্রেণি
চতুর্থ
শ্রেণি
পঞ্চম
শ্রেণি
০১
জাতীয় সংগীত
০২
প্রিয় ফুল শাপলা ফুল
-
---
০৩
আমরা সবাই রাজা
-
-
-
-
০৪
প্রজাপতি প্রজাপতি
-
-
-
-
০৫
আমার ভাইয়ের রক্তে রাঙানো
০৬
আমরা করব জয়
-
-
-
০৭
আল্লাহ ম্যাঘ দে, পানি দে
-
-
-
-
০৮
নিজের হাতে কাজ কর
-
-
-
-
০৯
চল্ চল্ চল্
-
১০
এই সুন্দর ফুল সুন্দর ফল
-
-
-
-
১১
আনন্দলোকে মঙ্গলালোকে
-
-
-
-
১২
রক্ত দিয়ে নাম লিখেছি
-
-
-
-
১৩
ধন ধান্য পুষ্প ভরা
-
-
-
-


লিরিক বা গানের কথা ডাউনলোড করতে ক্লিক এখানে

  ১ম থেকে ৫ম শ্রেনি পর্যন্ত সকল পাঠ পরিকল্পনা ও সকল শ্রেনির ডিজিটাল কন্টেন্টের জন্য প্রয়োজনে যোগাযোগ করতে পারেন

No comments: