সময়-২ ঘণ্টা ৩০ মি. পূর্ণমান-১০০
[দ্রষ্টব্য : ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১, ২, ৩ ও ৪ ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও।
সাগরে-পাহাড়ে ঘেরা, সবুজে-শ্যামলে ছাওয়া বাংলাদেশ প্রিয় মাতৃভূমি। এক কথায় বাংলাদেশ নিসর্গ শোভিত। এ দেশের আছে হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। এক রক্তাক্ত যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ। পাকিস্তানের শাসন আর শোষণের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। আমাদের স্বাধীন দেশ বিশ্বের মানচিত্রে উজ্জ্বল স্থান করে নিয়েছে।
১| সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো :
১×৫=৫
১. পাকিস্তানের শোষণ থেকে আমরা বিজয় অর্জন করি :
( ক) ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি
(খ) ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
(গ) ১৯৭১ সালের ২৬ মার্চ (ঘ) ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর।
২. শহীদ ছেলের দান হিসেবে আমরা কী পেয়েছি?
( ক) সুন্দর দেশ (খ) বাংলা ভাষা (গ) গর্ব (ঘ) কিছুই না
৩. মুক্তিযোদ্ধা রুহুল আমিন কাদের হাতে শহীদ হয়েছেন?
( ক) পাকিস্তানিদের (খ) মুক্তিযোদ্ধাদের
(গ) রাজাকারদের (ঘ) প্রতিপক্ষের
৪. বাংলাদেশ আমাদের প্রিয় :
( ক) জননী (খ) মাতৃভূমি (গ) চেতনা (ঘ) অঙ্গীকার
৫. ‘স্ত’যুক্ত বর্ণটিতে আছে :
(ক) স+ন (খ) স+ত (গ) স+ম (ঘ) স+শ
২। নিচে কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া হলো : ১×৫=৫
উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো।
ক. তোমার যুক্তিটি এক্ষেত্রে খুবই —।
খ. ঘুষ গ্রহণ — অপরাধ।
×××× গ. হায়েনা একটি — প্রাণী।
ঘ. — লাগান, পরিবেশ বাঁচান।
ঙ. — পড়াশোনা করলে ভালো জায়গায় ভর্তি হতে পারবে।
৩| যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন কর এবং বাক্য রচনা কর : ১×৫=৫
ক্ত, শ্ব, স্ত, র্গ, স্ব
৪| নিচের প্রশ্নগুলো বুঝিয়ে লিখো : ৫×২=১০
ক. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন কেন?
খ. সবুজে-শ্যামলে ছাওয়া আমাদের প্রিয় মাতৃভূমিকে ভালোবাসতে হবে কেন?
প্রদত্ত অনুচ্ছেদ পড়ে ৫, ৬, ৭ ও ৮ ক্রমিকের উত্তর লিখো :
‘রয়েল বেঙ্গল টাইগার’ আমাদের জাতীয় পশু। এই টাইগার একমাত্র বাংলাদেশেই দেখা যায়। বাঘ সুন্দরবনে থাকে। প্রতিকূল পরিবেশ ও শিকারিদের কারণে বাঘ বর্তমানে বিলুপ্তির পথে। গন্ডার ও অনুরূপভাবে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়েছে। এগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা আমাদের কর্তব্য।
৫| সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো : ১×৫=৫
১. সুন্দরবনে শেষ গন্ডার দেখা যায় K‡e?
ক) ১৮৮৫ সালে (খ) ১৮৮৬ সালে
(গ) ১৮৮৭ সালে (ঘ) ১৮৯৫ সালে
২. ‘রয়্যাল’ শব্দের অর্থ wK?
ক) বিখ্যাত (খ) অভিজাত (গ) রাজকীয় (ঘ) সিংস্র
৩. প্রাণী, বৃক্ষলতা ধ্বংস করলে কোনটি ধ্বংস করা হয়?
ক) প্রাকৃতিক নিয়মকে (খ) পশুর নিয়মকে
(গ) মানুষের নিয়মকে (ঘ) কোনটিই নয়
৪. প্রফুল্ল চন্দ্র রায়ের ভাইয়ের নাম wK?
( ক) নলিনী রায় (খ) চন্দ্র রায়
(গ) কামিনী রায় (ঘ) প্রসারিনী রায়
৫. কোনটি বিশেষ্য পদ?
ক) ক্ষতিকর (খ) এবং (গ) শকুন (ঘ) খাওয়া
৬| নিচের প্রশ্নগুলোর উত্তর দাও : ৫×২=১০
ক) সুন্দরবনে কি গন্ডার পাওয়া যায়?
খ) রয়্যাল বেঙ্গল টাইগার নামটি কোন দেশের সঙ্গে জড়িত?
গ) সুন্দরবনে শেষ গন্ডার কে দেখেছিলেন?
ঘ) ‘ক্যাঙ্গারু’ নামটি কোন দেশের সঙ্গে জড়িত?
ঙ) পশু-পাখি রক্ষা করা উচিত কেন?
৭| অনুচ্ছেদটির মূলভাব লেখো। ৫
৮| শব্দার্থ লিখ : ১×৫=৫
টাইগার, কর্তব্য, বিমর্ষ, দক্ষ, বিলুপ্ত
৯| কোনটি কোন পদ তা লিখো : ১×৫=৫
ক) দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া।
খ) কাঠুরে কুড়াল দিয়ে কাঠটা ফেড়ে ফেলল।
গ) ক্যাঙ্গারু বললেই অস্ট্রেলিয়ার কথা মনে হবে।
ঘ) বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র।
ঙ) বাঘকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের উচিত ও কর্তব্য।
১০| বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ লিখ : ১×৫=৫
আবার এমন কিছু বইও আছে পৃথিবীতে যেগুলো মনের ক্ষুদ্রতা দূর তো করেই না বরং মনকে আরও স্বার্থপর করে তোলে ঈর্ষা ও হিংসায় জরজর
১১| এক কথায় প্রকাশ করো : ১×৫=৫
সাগর বা নদীর ঢেউমালা, পাহাড় থেকে নেমে আসে যে জল, সাগরের দিক যা বয়ে চলে, স্বর্ণদ-ের মতো যে লতা, যে ধ্বনি পুনরায় ফিরে আসে
অথবা,
নিচের দাগ দেওয়া বাক্যগুলোর বিপরীত শব্দ লিখে বাক্যগুলো পুনরায় লিখো :
ক) ছেলেটি বড় চঞ্চল।
খ) খেলায় একদল হারে।
ঘ) ভোগে সুখ নয়।
ঘ) জোয়ারে পানির হ্রাস-বৃদ্ধি হয়।
ঙ) হাল্কা যন্ত্রগুলো ধোয়ামোছা কর।
১২| ক) কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো : ৬
সিডি চলে, টিভি চলে, বাজে টেলিফোন
গলি পথে ফেরি অলা, হাঁকে আর হাঁটে
ঘুম দেয়া মুশকিল হর্নের হাঁকে।
শহরের পাতি কাক ডাকে ঝাঁকে ঝাঁকে
ছোটদের হইচই ইশকুল মাঠে।
দরজায় বেল বাজে কান পেতে শোন।
খ) কবিতার অংশটুকু কোন কবিতার অংশ তা লেখ। ১
গ) কবিতাটির কবির নাম কী? ১
ঘ) পাখির সুরে মন ভরে যায় কেন? ২
১৩| অনুপস্থিতির জন্য ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখো। ৫
অথবা, সমাপনী পরীক্ষায় চূড়ান্ত সাফল্য লাভের জন্য অভিনন্দন জানিয়ে তোমার কোনো বন্ধুকে একটি পত্র লিখো।
১৪| নিচের ফরমটি পূরণ করো : ৫
তোমার বিদ্যালয়ের একটি আইডি ফরম পূরণ করো :
[দ্রষ্টব্য : ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১, ২, ৩ ও ৪ ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও।
সাগরে-পাহাড়ে ঘেরা, সবুজে-শ্যামলে ছাওয়া বাংলাদেশ প্রিয় মাতৃভূমি। এক কথায় বাংলাদেশ নিসর্গ শোভিত। এ দেশের আছে হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। এক রক্তাক্ত যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ। পাকিস্তানের শাসন আর শোষণের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। আমাদের স্বাধীন দেশ বিশ্বের মানচিত্রে উজ্জ্বল স্থান করে নিয়েছে।
১| সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো :
১×৫=৫
১. পাকিস্তানের শোষণ থেকে আমরা বিজয় অর্জন করি :
( ক) ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি
(খ) ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
(গ) ১৯৭১ সালের ২৬ মার্চ (ঘ) ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর।
২. শহীদ ছেলের দান হিসেবে আমরা কী পেয়েছি?
( ক) সুন্দর দেশ (খ) বাংলা ভাষা (গ) গর্ব (ঘ) কিছুই না
৩. মুক্তিযোদ্ধা রুহুল আমিন কাদের হাতে শহীদ হয়েছেন?
( ক) পাকিস্তানিদের (খ) মুক্তিযোদ্ধাদের
(গ) রাজাকারদের (ঘ) প্রতিপক্ষের
৪. বাংলাদেশ আমাদের প্রিয় :
( ক) জননী (খ) মাতৃভূমি (গ) চেতনা (ঘ) অঙ্গীকার
৫. ‘স্ত’যুক্ত বর্ণটিতে আছে :
(ক) স+ন (খ) স+ত (গ) স+ম (ঘ) স+শ
২। নিচে কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া হলো : ১×৫=৫
উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো।
ক. তোমার যুক্তিটি এক্ষেত্রে খুবই —।
খ. ঘুষ গ্রহণ — অপরাধ।
×××× গ. হায়েনা একটি — প্রাণী।
ঘ. — লাগান, পরিবেশ বাঁচান।
ঙ. — পড়াশোনা করলে ভালো জায়গায় ভর্তি হতে পারবে।
৩| যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন কর এবং বাক্য রচনা কর : ১×৫=৫
ক্ত, শ্ব, স্ত, র্গ, স্ব
৪| নিচের প্রশ্নগুলো বুঝিয়ে লিখো : ৫×২=১০
ক. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন কেন?
খ. সবুজে-শ্যামলে ছাওয়া আমাদের প্রিয় মাতৃভূমিকে ভালোবাসতে হবে কেন?
প্রদত্ত অনুচ্ছেদ পড়ে ৫, ৬, ৭ ও ৮ ক্রমিকের উত্তর লিখো :
‘রয়েল বেঙ্গল টাইগার’ আমাদের জাতীয় পশু। এই টাইগার একমাত্র বাংলাদেশেই দেখা যায়। বাঘ সুন্দরবনে থাকে। প্রতিকূল পরিবেশ ও শিকারিদের কারণে বাঘ বর্তমানে বিলুপ্তির পথে। গন্ডার ও অনুরূপভাবে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়েছে। এগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা আমাদের কর্তব্য।
৫| সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো : ১×৫=৫
১. সুন্দরবনে শেষ গন্ডার দেখা যায় K‡e?
ক) ১৮৮৫ সালে (খ) ১৮৮৬ সালে
(গ) ১৮৮৭ সালে (ঘ) ১৮৯৫ সালে
২. ‘রয়্যাল’ শব্দের অর্থ wK?
ক) বিখ্যাত (খ) অভিজাত (গ) রাজকীয় (ঘ) সিংস্র
৩. প্রাণী, বৃক্ষলতা ধ্বংস করলে কোনটি ধ্বংস করা হয়?
ক) প্রাকৃতিক নিয়মকে (খ) পশুর নিয়মকে
(গ) মানুষের নিয়মকে (ঘ) কোনটিই নয়
৪. প্রফুল্ল চন্দ্র রায়ের ভাইয়ের নাম wK?
( ক) নলিনী রায় (খ) চন্দ্র রায়
(গ) কামিনী রায় (ঘ) প্রসারিনী রায়
৫. কোনটি বিশেষ্য পদ?
ক) ক্ষতিকর (খ) এবং (গ) শকুন (ঘ) খাওয়া
৬| নিচের প্রশ্নগুলোর উত্তর দাও : ৫×২=১০
ক) সুন্দরবনে কি গন্ডার পাওয়া যায়?
খ) রয়্যাল বেঙ্গল টাইগার নামটি কোন দেশের সঙ্গে জড়িত?
গ) সুন্দরবনে শেষ গন্ডার কে দেখেছিলেন?
ঘ) ‘ক্যাঙ্গারু’ নামটি কোন দেশের সঙ্গে জড়িত?
ঙ) পশু-পাখি রক্ষা করা উচিত কেন?
৭| অনুচ্ছেদটির মূলভাব লেখো। ৫
৮| শব্দার্থ লিখ : ১×৫=৫
টাইগার, কর্তব্য, বিমর্ষ, দক্ষ, বিলুপ্ত
৯| কোনটি কোন পদ তা লিখো : ১×৫=৫
ক) দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া।
খ) কাঠুরে কুড়াল দিয়ে কাঠটা ফেড়ে ফেলল।
গ) ক্যাঙ্গারু বললেই অস্ট্রেলিয়ার কথা মনে হবে।
ঘ) বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র।
ঙ) বাঘকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের উচিত ও কর্তব্য।
১০| বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ লিখ : ১×৫=৫
আবার এমন কিছু বইও আছে পৃথিবীতে যেগুলো মনের ক্ষুদ্রতা দূর তো করেই না বরং মনকে আরও স্বার্থপর করে তোলে ঈর্ষা ও হিংসায় জরজর
১১| এক কথায় প্রকাশ করো : ১×৫=৫
সাগর বা নদীর ঢেউমালা, পাহাড় থেকে নেমে আসে যে জল, সাগরের দিক যা বয়ে চলে, স্বর্ণদ-ের মতো যে লতা, যে ধ্বনি পুনরায় ফিরে আসে
অথবা,
নিচের দাগ দেওয়া বাক্যগুলোর বিপরীত শব্দ লিখে বাক্যগুলো পুনরায় লিখো :
ক) ছেলেটি বড় চঞ্চল।
খ) খেলায় একদল হারে।
ঘ) ভোগে সুখ নয়।
ঘ) জোয়ারে পানির হ্রাস-বৃদ্ধি হয়।
ঙ) হাল্কা যন্ত্রগুলো ধোয়ামোছা কর।
১২| ক) কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো : ৬
সিডি চলে, টিভি চলে, বাজে টেলিফোন
গলি পথে ফেরি অলা, হাঁকে আর হাঁটে
ঘুম দেয়া মুশকিল হর্নের হাঁকে।
শহরের পাতি কাক ডাকে ঝাঁকে ঝাঁকে
ছোটদের হইচই ইশকুল মাঠে।
দরজায় বেল বাজে কান পেতে শোন।
খ) কবিতার অংশটুকু কোন কবিতার অংশ তা লেখ। ১
গ) কবিতাটির কবির নাম কী? ১
ঘ) পাখির সুরে মন ভরে যায় কেন? ২
১৩| অনুপস্থিতির জন্য ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখো। ৫
অথবা, সমাপনী পরীক্ষায় চূড়ান্ত সাফল্য লাভের জন্য অভিনন্দন জানিয়ে তোমার কোনো বন্ধুকে একটি পত্র লিখো।
১৪| নিচের ফরমটি পূরণ করো : ৫
তোমার বিদ্যালয়ের একটি আইডি ফরম পূরণ করো :
........................................miKvwi
cÖv_wgK বিদ্যালয়, weivgcyi,w`bvRcyi
নাম :....................................
শ্রেণি : ................. শাখা : ....................
‡ivj : ....................................
ঠিকানা : ....................................
মোবাইল নং : ..................................
নাম :....................................
শ্রেণি : ................. শাখা : ....................
‡ivj : ....................................
ঠিকানা : ....................................
মোবাইল নং : ..................................
১৫. ২০০ শব্দের মধ্যে নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে রচনা লিখো। ১০
ক) তোমার জীবনের লক্ষ্য (ভূমিকা, জীবনের লক্ষ্য, বাস্তবায়নের জন্য, উপসংহার)
খ) স্মরণীয় ঘটনা (ভূমিকা, স্মরণীয় ঘটনা, উপসংহার)
গ) একজন বীরশ্রেষ্ঠ (ভূমিকা, পরিচয়, ছেলেবেলা, সৈনিক হিসেবে যোগদান, কৃতিত্ব, উপসংহার)
ঘ) ছাত্রজীবন (ভূমিকা, জীবন গঠনের উপযুক্ত সময়, অধ্যয়ন, লক্ষ্য নির্ধারণ, উপসংহার)
ঙ) বাংলাদেশের মৃৎশিল্প (ভূমিকা, মৃৎশিল্প কী, পরিচয়, মৃৎশিল্পের উপকরণ, উপসংহার)
No comments:
Post a Comment