PowerPoint Presentation (কন্টেন্ট) এর Slide-এ সময় প্রদর্শন করা।
1. প্রথমে PowerPoint Presentation (কন্টেন্ট)-টির লেখালেখি, Animation এবং ছবির সকল কাজ সম্পাদন করে নিতে পারি।
2. এখন PowerPoint Presentation(কন্টেন্ট)-টির প্রথম Slide স্লাইড থেকে Edit মোডে Open করি।
3. এবার PowerPoint-2007, 2010 এবং 2013 এর জন্য Click > Insert > Text কমান্ড গ্রুপের অধীন Date & Time ক্লিক করি।
4. পর্দায় Header and Footer ডায়ালগ বক্স আসবে।
5. এখন Slide ট্যাবে Date and time লেখার বামপার্শ্বের চেকবক্সে ক্লিক করে টিক মার্ক করে দিই।
6. এখানে Update automatically এর রেডিও বাটনটি সিলেক্ট অবস্থায় থাকবে না থাকলে সেটিকে সিলেক্ট করে দিই।
7. এবার Update automatically এর নিচের ড্রপডাউন এ্যারোতে ক্লিক করে নিচের অংশ থেকে পছন্দমত সময়ের ফরমেট নির্বাচন করে দিন।
8.
এখন Apply to All ক্লিক করে (যেহেতু আমরা চাই প্রতিটি Slide-এ পরিবর্তিত
সময়টি প্রদর্শিত হোক এবং পাঠদান করার সময় আমরা একই সাথে বর্তমান সময়টি যেন
দেখে নিতে পারি) ডায়ালগ বক্সটি বন্ধ করি।
9. সবশেষে PowerPoint Presentation (কন্টেন্ট)-টি Save করে একবার চালিয়ে পরীক্ষা করে নিই।
10.
এটি কম্পিউটারের সময়ের সাথে সাথে পরিবর্তিত সঠিক সময় প্রদর্শন করার
পাশাপাশি ঐ Slide-টি কোন সময়ে প্রদর্শন করা হয়েছি সেটির রেকর্ড ধরে রাখবে।
No comments:
Post a Comment