দৈনিক সমাবেশের পর্যায়ক্রমিক কার্যাবলী
১। প্রধান শিক্ষক/ সিনিয়র শিক্ষক কতৃর্ক জাতিয় পতাকা উত্তোলন ও অভিবাদন। এ সময়
সকলে সোজা অবস্থায় থাকিবে।
২। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ,এ সময় সকলে ধর্মগ্রন্থ পাঠের আদব রক্ষা করে
দাঁড়াবে। একজন পাঠ করবে।
৩। শপথ বাক্য পাঠঃ একজন পাঠ করবে, অন্যরা একসংগে পড়বে। এ সময় সকলের ডান হাত
অর্ধমুষ্ঠি অবস্থায় সামনে তুলে ধ্রবে।
৫। হালকা পীটিঃ কাব শিক্ষক / প্রধান শিক্ষক কতৃর্ক নিযুক্ত কোন শিক্ষক
পরিচালনা করবেন।
৬। শিক্ষার্থীদের দাত, ঙ্খ, চুল, পোশাকের পরিচ্ছন্নতা পর্যবেক্ষন করে পরামর্শ
প্রদান এবং প্রতিদিন ২/১ টি করে নীতি বাক্য শিক্ষাদান এবং কোন বক্তব্য থাকলে উপস্থাপন
।
৭। শ্রেনিকক্ষে গমনঃ শিক্ষার্থীরা সুশৃঙ্খল ভাবে শ্রনিকক্ষে যাবে।
No comments:
Post a Comment