PowerPoint Presentation (কন্টেন্ট)-এ Triggers ব্যবহার করা।
1.
প্রথমে PowerPoint Presentation (কন্টেন্ট)-টির লেখালেখির কাজ (বিষয়বস্তু
এবং তার ব্যাখ্যা, অর্থ কিংবা সমাধান) শেষ করে প্রয়োজনীয় Animations দিই।
2.
এখন Animation Pane-এ প্রদর্শিত হওয়া ব্যাখ্যা, অর্থ কিংবা সমাধান গুলির
Animation-এর প্রথমটির উপর Mouse-এর ডান বাটন ক্লিক করে Timing… ক্লিক করি।
3. তাহলে পর্দায় ঐ Animation-এর নাম সম্বলিত একটি ডায়লগ বক্স প্রদর্শিত হবে।
4. প্রদর্শিত ডায়লগ বক্সটির Triggers বাটনে ক্লিক করলে Triggers অপশনটি Expand হবে।
5. এবার Start effect on click of: এর বাম পার্শ্বের রেডিও বাটনটি সিলেক্ট করি।
6. এখন ডান পার্শ্বের ড্রপ-ডাউন এ্যারোতে ক্লিক করলে আপনার লেখা সকল বিষয়গুলি দেখা যাবে।
7.
আপনার নির্বাচন করা ব্যাখ্যা, অর্থ কিংবা সমাধান-টি যে বিষয়বস্তুর সাথে
যুক্ত করতে চান ড্রপ-ডাউন এ্যারোতে ক্লিক করে সেই বিষয়বস্তুটিকে নির্বাচন
করুন।
8. এবার OK বাটনে ক্লিক করুন।
9.
এভাবে একে একে পরবর্তী প্রয়োজনীয় প্রতিটি ব্যাখ্যা, অর্থ কিংবা
সমাধান-কে একই পদ্ধতিতে প্রয়োজনীয় বিষয়বস্তুর সাথে Triggers করে দিই।
10. এখন Slide Show করে বিষয়গুলিকে পরীক্ষা করে দেখি।
No comments:
Post a Comment