July 4, 2016

পাঠ পরিকল্পনা বাংলা-১ম হনহন পনপন




                                                                      পাঠ পরিকল্পনা
পাঠ-৫০
শ্রেণি- প্রথম
বিষয়- আমার বাংলা বই
তারিখ-
পাঠের শিরোনাম- পাঠ-২৭ ছড়া- হন হন পনপন
পাঠ্যাংশ- চলে হন হন------বায়ু শনশন
পৃষ্ঠা- ৩৯

পাঠের শিখন ফল-
  1.                     মনোযোগ ও ধৈর্য্যসহকারে পাঠ শুনবে।
  2.                     পাঠ শুনে আনন্দ লাভ করবে।
  3.                      ছড়া টুকু আবৃত্তি করতে পারবে ।
  4.                      কবি ও কবিতার নাম বলতে পারবে ।

উপকরণঃ পাঠের ছবি ।
শিখন শেখানো কার্যাবলীঃ
                      ক- নিরাপদ পরিবেশ সৃষ্টিঃ কুশল বিনিময় করে নিরাপদ পরিবেশ সৃষ্টি করব ।
                      খ- আবেগ সৃষ্টিঃ গান গেয়ে আবেগ সৃষ্টি করব ।
গ- উপস্থাপনের ধাপ সমূহ;
                    ১- পাঠ সংশ্লিষ্ট বড় ছবি দেখিয়ে একাকী চিন্তা ও দলে আলোচনা করে বিষয় বস্তু বলতে বলব ।
                    ২- ছড়াটি আবৃত্তি করে শোনাব শিশুরা আমাকে অনুসরণ  করে ছড়া টুকু কবির  নামসহ বলতে বলব ।
                    ৩- দল গত ভাবে ছন্দের তালে হাততালি দিয়ে অঙ্গভঙ্গির মাধ্যমে ছড়া টুকু আবৃত্তি করতে বলব । প্রয়োজনে আমি শব্দ ও উচ্চারণ করে দেব ।
                    ৪- একক ভাবে ছড়ার নাম ও কবির নামসহ আবৃত্তি করতে বলব ।
ঘ- মূল্যায়ণঃ পাঠ চলা কালীন সময়ে  এবং পাঠ শেষে মৌখিক  ও লিখিত  মূল্যায়ণ করব।
এক্ষেত্রে নিম্ন লিখিত কাজ গুলো করব। যেমন-
 
                   ১- পাঠ সংশ্লিষ্ট ছবি দেখে একাকী  চিন্তা ও দলে আলোচনা করে পাঠের বিষয় বস্তু বল ।
                  ২- ছড়ার নাম ও কবির নামসহ ছড়াটুকু আবৃত্তি করাব ।
                  ৩- দলগত  আভিনয় করে ছড়া টুকু আবৃত্তি করাব । 

প্রধান শিক্ষকের স্বাক্ষর                                                                                              শ্রেণি শিক্ষকের স্বাক্ষর

No comments: