July 8, 2016

পাঠ পরিকল্পনা বাংলা ১ম "মায়ের ভালোবাসা"




                                                                      পাঠ পরিকল্পনা
                                                                         পাঠ-৮৫
শ্রেণি-প্রথম
বিষয়- আমার বাংলা বই
তারিখ-
পাঠের শিরণাম- মায়ের ভালবাসা
পাঠাংশ- মহানবি------লোকটি সরে গেল
পৃষ্ঠা- ৬০

পাঠের শিখন ফল-
  •          মনোযোগ ও ধৈর্য্য সহকারে পাঠ শুনবে ।
  •          গল্পটি বলতে পারবে ।
  •          শুদ্ধ উচ্চারনে গল্পটি পড়তে পারবে ।
  •          মহানবি (স) সম্পর্কে জানতে পারবে ।
  •          প্রশ্নের উত্তর দিতে পারবে ।


উপকরন- শব্দ কার্ড ও পাঠ্য বই ।

শিখন শেখানো কার্যাবলী-

নিরাপদ পরিবেশ সৃষ্টিঃ কুশল বিনিময় করে নিরাপদ পরিবেশ সৃষ্টি করব ।

আবেগ সৃষ্টিঃ গান গেয়ে আবেগ সৃষ্টি করব ।

উপস্থপনের ধাপ সমূহঃ
  •         মায়ের ভালোবাসা গল্পটি বর্ণনা করব । গল্পটি পড়িয়ে শিশুদের বলতে বলব ।
  •        পাঠ্যাংশ আংগুল দিয়ে ধরে পড়তে বলব ।
  •        যুক্ত বর্ণ মুহাম্মদ বোর্ডে বোর্ডে লিখে দেখাব এবং উচ্চারণ করতে সহায়তা করব ।
  •       পাঠ্যাংশ থেকে প্রশ্ন করব । শিশুদের প্রশ্নের উত্তর দিতে বলব । না পারলে সহায়তা করব ।
মুল্যায়নঃ পাঠ চলাকালীন সময়ে এবং পাঠ শেষে মৌখিক ও লিখিত মূল্যায়ন করব । যেমন-
       “মায়ের ভালবাসা” গল্পের অংশটূকু শিশুরা একক ও দলগত ভাবে বানান করে পড়।
      গল্পের অংশটুকু একক ভাবে বল ।
      যুক্তবর্ণ ‘মুহাম্মদ’ উচ্চারণ ও বানান লিখ ।
     পাঠ্যাংশ থেকে প্রশ্নের উত্তর মুখে বল । যেমন-
  • আমাদের মহানবির নাম কি?
  • একদিন তিনি কী করছিলেন?
  • এমন সময় কে এল ?
  • তার হাতে কী ছিল ?   

No comments: