July 22, 2016

পাঠ পরিকল্পনা/ ৫ম/গণিত/ শতকরা

                                                                পাঠ পরিকল্পনা
                                                                  পাঠ- ১০5
শ্রেনি- ৫ম
বিষয়- প্রাথমিক গনিত
তারিখঃ
পাঠের শিরোনাম- অধ্যায় 5, শতকরা
পাঠ্যাংশ- অনুশীলনী ৯. ১-৪
সময়ঃ

শিখনফলঃ

১. মনোযোগ সহকারে পাঠ পড়বে।
২. শতকরা সম্পর্কিত সহজ সমস্যার সমাধান করতে পারবে ।
উপকরনঃ পাঠের চার্ট । 


শিখন শেখানো কার্যাবলীঃ

ক. নিরাপদ পরিবেশ সৃষ্টিঃ কুশল বিনিময়ের মাধ্যমে ।

খ. আবেগ সৃষ্টি; কবিতা বা ছড়া  গানের মাধ্যমে ।

গ. উপস্থাপনের ধাপ সমূহঃ

১. বোর্ডে ১নং সমস্যাটি লিখে শিশুদের পড়তে দিয়ে একাকি চিন্তা  ও দলে আলোচনা করে কীভাবে শুন্যস্থান পূরন করে সমাধান করা যায় তা বুঝিয়ে দেব । ১ নং সমস্যার অন্যগুলো করতে সহায়তা করব।
২. নং সমস্যাটি শিশুদের পড়তে দিয়ে দলে আলোচনা করে সমাধান প্রক্রিয়া বুঝিয়ে দেব । বোর্ডে ৩০% উপস্থিত শিক্ষার্থী থেকে ৮০ জন অনুপস্থিত শিক্ষার্থি বের করতে সহায়তা করব ।
৩. অনুরুপ ভাবে ৩ নং ও ৪ নং সমস্যাটি শিশুদের পড়তে দিয়ে দলে আলোচনা করে সমস্যা সমাধান করতে বলব । প্রয়োজনে সহায়তা করব । 

ঘ. মূল্যায়ন; পাঠ চলাকালীন ও পাঠ শেষে মৌখিক ও লিখিত মূল্যায়ন করব। এজন্য নিম্ন লিখিত প্রশ্ন গুলো করব-

১. শতকরা কী ?
২. ৩ নং ও ৪ নং সমস্যার সমাধান করতে দেব।


Post a Comment