September 6, 2016

পাঠ পরিকল্পনা, ৪র্থ, বিজ্ঞান, আমাদের জীবনে প্রযুক্তি -৩




পাঠ পরিকল্পনা
শ্রেনী- ৪র্থ
বিষয়- প্রাথমিক  বিজ্ঞান
তারিখ-
পাঠের শিরোনাম- আমাদের জীবনে প্রযুক্তি
পাঠ্যাংশ- চিকিৎসা প্রযুক্তই------ করেছে ।
সময়-

পাঠের শিখন ফলঃ
১। চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বলতে পারবে ।
শিখন শেখনো কার্যাবলিঃ
ক. নিরাপদ পরিবেশ সৃষ্টিঃ কুশল বিনিময়ের মাধ্যমে ।
খ. আবেগ সৃষ্টিঃ দেশের গানের মাধ্যমে ।
গ. উপস্থাপনের ধাপ সমুহঃ
১. ছবি দেখে একক চিন্তা ও দলে আলোচনা করে চিকিৎসা  ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি গুলোর নাম বলতে সহায়তা করব ।
২. চিকিৎসা প্রযুক্তই কেন ব্যবহার করা হয় তা বলতে  সহায়তা করব ।সহজে রোগ নির্নয় এবং উন্নত চিকিৎসা প্রদানে সহায়তা করেছে তা জানতে সহায়তা করব ।
৩. চিকিৎসা প্রযুক্তিগুলো চিনতে ও ব্যবহার জানতে সহায়তা করব । সাধারন চিকিৎসা যন্ত্রপাতির মধ্যে রয়েছে থার্মোমিটার, স্টেথোস্কোপ এবং রক্তচাপ মাপার যন্ত্র । শরীরির ভেতরের অঙ্গ সমূহ পরীক্ষা করতে এক্সরে মেশিন , ইলেক্ট্রো-কাড ওগ্রাম, আলট্রা স্নোওগ্রাফী এবংকম্পিউটার টমোগ্রাফি ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তা বলতে সহায়তা করব ।
ঘ. মূল্যায়নঃ পাঠ চলা কালীন সময়ে এবং পাঠ শেষে মৌখিক ও লিখিত মূল্যায়ন করব, তার জন্য নিম্ন লিখিত প্রশ্ন সমূহ তাদের কাছে জানতে চাইব।
১. চিকিৎসায় ব্যবহৃত প্রযুক্তি গুলোর নাম লিখ।
২.কারা চিকিৎসা করেন ?

No comments: