পাঠ পরিকল্পনা
পাঠ- ৮৬
শ্রেনি- ৫ম
|
বিষয়- প্রাথমিক গণিত
|
তারিখ-
|
পাঠের শিরোনাম- অধ্যায়ঃ৭, দশমিক
ভগ্নাংশ
|
পাঠ্যাংশ- ৭.৭ দশমিক সংখ্যা
দিয়ে ভাগ ২,৩, ও ৪
|
সময়-
|
শিখনফলঃ-
২২.১.৫-
পূর্ন সংখ্যাকে দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ
করতে পারবে ।
২২.১.৪-
দশমিক ভগ্নাংশকে পূর্ন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে ।
উপকরনঃ-
পাঠের চার্ট ।
শিখন
শেখানো কার্যাবলিঃ-
ক.
নিরাপদ পরিবেশ সৃষ্টিঃ কুশল বিনিময়ের মাধ্যমে ।
খ. আবেগ
সৃষ্টিঃ নামতা বা গল্প বলার মাধ্যমে ।
গ.
উপস্থাপনের ধাপঃ-
১. ২ নং
সমস্যাটি শিশুদের পড়তে দিয়ে একাকী চিন্তা ও দলে আলোচনা করে ভাগ করার প্রক্রিয়া
বুঝিয়ে দেব । রেজা ও মীনার ধারনা ব্যবহার করে, ০.৮ মিটারের ওজন ১২ কেজি হলে
প্রতিমিটার ওজন বের করতে ভাগ করলে পাওয়া যায়, তা বুঝতে ও বলতে সহায়তা করব ।
২. ৩নং
প্রশ্নের ১নং সমস্যাটি ৭ ÷ ১.৪ বোর্ডে লিখে শিশুদের দলে আলোচনা করে ৭ কে ১.৪ দিয়ে ভাগ করতে সহায়তা করব । অনুরুপে ২ –
৬ পর্যন্ত অংক গুলো করতে দিব প্রয়োজনে সহায়তা করব ।
৩. ৩ নং
প্রশ্নের ১- এর ২৪ ÷ ৪ হিসাব কীভাবে ভাগফল বের করতে হয় তা
বোর্ডে লিখে ২.৪ × ১০ ÷ ৪ × ১০ = ২৪ ÷ ৪০ = ০.৬ ভাগের ক্ষেত্রে ভাজ্য ও ভাজকে একই সংখ্যা দ্বারা গুন
করলে ভাগ একই হয় তা বুঝতে ও বলতে সহায়তা করব ।
ঘ.মূল্যায়নঃ
পাঠ চলা কালীন ও পাঠ শেষে মৌখিক ও লিখিত মূল্যায়ন করব ।
এজন্য
নিম্ন লিখিত প্রশ্ন করবঃ
১. ভাগ
করঃ- ক. ১০ ÷ ২.৫
খ. ৪৮ ÷ ১.২
গ. ৮ ÷ ০.৪
ঘ. ৩৬ ÷ ০.৬ ঙ. ৪০ ÷ ০.২
No comments:
Post a Comment