পাঠ পরিকল্পনা ৫৯
শ্রেনি-
৪র্থ
|
বিষয়
– প্রাথমিক বিজ্ঞান
|
তারিখ-
|
পাঠের
শিরোনাম – অধ্যায়৯. আমাদের জীবনে প্রযুক্তি
|
পাঠ্যাংশ-
খেলাধুলায় প্রযুক্তি----------- চিকিৎসা পালন করেছে
|
সময়-
|
শিখনফলঃ
১. খেলাধুলায় ব্যবহৃত প্রযুক্তির নাম বলতে পারবে ।
২. ক্রিকেট খেলার সারঞ্জামগুলোর নাম বলতে পারবে।
৩. কম্পিউটার ব্যবহার করে খেলার জগত সৃষ্টি করতে পারবে ।
উপকরনঃ পাঠের ছবি ।
শিখন শেখানো কার্যাবলীঃ
ক. নিরাপদ পরিবেশ সৃষ্টিঃ কুশল বিনিময়ের মাধ্যমে ।
খ. আবেগ সৃষ্টিঃ গল্প বলার মাধ্যমে ।
গ. উপস্থাপনের ধাপ সমূহঃ
১. ছবি দেখে খেলাধুলায় ব্যবহৃত প্রযুক্তিগুলোর নাম বলতে সহায়তা করব।
২. শিশুদের ক্রিকেট খেলার সারঞ্জামগুলো এককভাবে জানতে সহায়তা করব।
৩. কীভাবে কম্পিউটার খেলার জগত সৃষ্টি করবে তা একক ভাবে জানতে ও বুঝতে
সহায়তা করব ।
৪. শিক্ষার্থীদের সঙ্গীত ব্যবহৃত প্রযুক্তি গুলো বলতে পারার জন্য সহায়তা
করব ।
ঘ. মূল্যায়নঃ পাঠ চলা কালীন ও
পাঠ শেষে মৌখিক এবং লিখিত মুল্যায়ন করব ।
এজন্য নিম্ন লিখিত প্রশ্ন গুলো করব ।
১. ক্রিকেট খেলার সরঞ্জাম গুলোর নাম লিখ ।
২. সঙ্গীতের ক্ষেত্রে কী কী প্রযুক্তি ব্যবহার করা হয় ?
No comments:
Post a Comment