September 10, 2016

পাঠ পরিকল্পনা, ১ম, বাংলা, ছবি নিয়ে কথা




                                                                  পাঠ পরিকল্পনা
শ্রেনি- ১ম
বিষয়- আমার বাংলা  বই
তারিখ-
পাঠের শিরোনাম- ছবি নিয়ে কথা
পাঠ্যাংশ-  ছবি দেখি ও ইচ্ছেমত ছয়টি শব্দ লিখি
সময়- 

পাঠের শিখনফলঃ
২.২.২  –মনোযোগ ও  ধৈর্য সহকারে পাঠ শুনবে ।
২.৩.১ - ছবিতে কী কী আছে তা বলতে পারবে ।
৩.১.১- ছবিতে কী কী আছে তা লিখতে পারবে ।
৩.১.২- ছবিথেকে পাওয়া শব্দ দিয়ে বাক্য লিখতে পারবে ।
উপকরণঃ পাঠের ছবি ।
শিখন শেখানো কার্যাবলীঃ
ক. নিরাপদ পরিবেশ সৃষ্টিঃ কুশল বিনিময়ের মাধ্যমে।
খ. আবেগ সৃষ্টিঃ গান গেয়ে আবেগ সৃষ্টি করব ।
গ. উপস্থাপনের ধাপঃ
১. পাঠের ছবি দেখিয়ে ছবিতে কী কী আছে তা বলতে বলব ।
২. ছবি দেখিয়ে একাকী চিন্তা ও দলে আলোচনা করে ছবিতে যা আছে তার শব্দ শিশুদের বুঝিয়ে দিয়ে বলতে ও লিখতে বলব । যেমন- আমগাছ, আম, পাখি, ডাল ।
৩. ছবি থেকে পাওয়া শব্দগুলো দিয়ে বাক্য লিখতে বলব । প্রয়োজনে সহায়তা করব ।
ঘ. মূল্যায়নঃ পাঠ চলাকালীন ও পাঠ শেষে মৌখিক ও লিখিত মূল্যায়ন করব । যেমন-
১. ছবিতে কী কী আছে তা মুখে বল ।
২ . ছবি দেখে ৬ টি শব্দ বল ও লিখ  । যেমন ঃ আম, আমগাছ, পাখি, গাছের ডাল, ঘর, ছেলেরা ।
৩. ছবি থেকে পাওয়া শব্দ গুলো দিয়ে তিনটি বাক্য লিখে দেখাও ।

No comments: