পাঠটির ডিজিটাল কন্টেন্ট দেখতে বা ডাউন লোড করতে ক্লিক এখানে
পাঠ পরিকল্পনা
শ্রেনি-
৫ম
|
বিষয়-
প্রাথমিক গণিত
|
তারিখ-
|
পাঠের
শিরোনাম- অধ্যায়ঃ৮, গড়
|
পাঠ্যাংশ-৮.১
গড়-----সংখ্যা (১)
|
সময়-
|
শিখনফলঃ
১৬.২.১- গড় নির্নয়ের সুত্র বা প্রক্রিয়া জানবে ।
১৪.৪.২- রাশি গুলোর যোগফল নির্নয়ের প্রক্রিয়া জানবে ।
১৬.৩- গড় সম্পর্কিত সমস্যার সমাধান
করতে পারবে ।
উপকরনঃ চার্ট, চিত্র, ডিজিটাল কন্টেন্ট ।
শিখন শেখানো কার্যাবলিঃ
ক. নিরাপদ পরিবেশ সৃষ্টিঃ কুশল বিনিময়ের মাধ্যামে ।
।খ . আবেগ সৃষ্টিঃ গড় সম্পর্কিত আলোচনা বা গানের মাধ্যমে ।
গ. উপস্থাপনের ধাপসমুহঃ
১. চিত্র/ চার্ট দেখে একক চিন্তা ও দলে আলোচনা করে ৩ টি পাত্রে রাখা রস কী
ভাবে পরিমাপ করা যায় তা জানতে চাইব ,প্রয়োজনে সহযোগিতা করব ।
২. গড় নির্নয়ের সুত্র প্রয়োগ করে কীভাবে গড় নির্নয় করা যায় ব্যাখ্যা করে
বুঝিয়ে বলব । গড় = রাশি গুলোর যোগফল + রাশি গুলোর সংখ্যা বুঝতে ও বলতে সহায়তা করব
।
৩. ৩টি পাত্রে কমলার রস এক সাথে রেখে তা আমরা কীভাবে পরিমাপ করতে পারি , তা
দলীয় কাজ দেব । প্রয়োজনে সহায়তা করব। বোর্ডে ১ নং এর ১ নং সমস্যাটি করে দেব । ২,
৩, ৪- এর গড় বের করতে সহায়তা করব ।
ঘ.মূল্যায়নঃ পাঠ চলা কালীন ও পাঠ শেষে মৌখিক ও লিখিত মূল্যায়ন করব ।এজন্য
নিম্ন লিখিত প্রশ্ন করবঃ
১. গড় নির্নয় করঃ
ক. ৩, ৫, ৮, ৪, ২, ৫, ২, ৪, ৩, ৭
খ. ১৭, ১৬, ২০, ১৯, ১৫, ২১
No comments:
Post a Comment