December 12, 2017

ফেসবুক ক্যামেরা ইফেক্ট কীভাবে বানাবেন?

বেশ কিছুদিন থেকে বিভিন্ন বিশেষ দিনে আমরা নানা জনের প্রোফাইল পিকচারে সেই বিশেষ দিনের লোগো দেখতে পাচ্ছি। সেই সাথে নির্দিষ্ট লিংকে ক্লিক করলে নিজের প্রোফাইল পিকচারেও সেই লোগো চলে আসছেে এক বলে ফেসবুক ক্যামেরা ইফেক্ট। কি চমৎকার তাই না? আজ আমি আপনাদের সেই ফেসবুক ক্যামেরা ইফেক্ট কি ভাবে তৈরি করতে হয়? তাই নিয়ে আলোচনা করবো ।
প্রথমত, আপনার কম্পিউটার থাকতে হবে। দ্বিতীয়ত, আপনাকে ফোটোশপ বা পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে, যার দ্বারা আপনি লোগো তৈরি করবেন।
১ম ধাপ- আপনার লোগো তৈরি যদি হয়ে থাকে সেটিকে PNG মুডে সেভ করুন। যারা পাওয়ার পয়েন্টের কাজ জানেন তাদের কাছে এটা জলবত তরলং মানে পানির মতো সোজা একটা কাজ ,সেভ এজ  গিয়ে PNG মুড সিলেক্ট ব্যাস হয়ে গেল।
২য় ধাপ- আপনার ফেসবুকে লগিন করুন  হোম ক্লিক দিন তারপর see more  (স্কীর্ন সর্টে দেয়া আছে) 

তারপর create a frame ক্লিক করুন

নিচের মত উইন্ড আসবে

তারপর open Frame studio ক্লিক করবেন

তারপর Drag and Drop PNG যেখানে লেখা আছে সেখানে আপনার লোগোটি ড্রাগ করে দিন বা আপলোড আর্ট স্থানে ক্লিক দিয়ে আপনার লোগোটি সিলেক্ট দিন আপনার ৯০ ভাগ কাজ শেষ।
এরপর আপনার লোগোটি প্রোফাইল পিকচারের কোন জায়গায় দেখাতে চান সেটি মাউস দ্বারা লোগোটি চেপে সেখানে দিন তারপর Next বাটনে চাপ দিয়ে
এরপর লোগোটির একটি নাম দেবেন , সিডিউওল যেখানে লিখা আছে সেখানে , যদি আপনার একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সেয়ার করতে চান তবে নিচেরটাতে ক্লিক দেবেন, এরপর আপনার লোগোটি সম্পর্কিত কিছু শব্দ কিওয়ার্ডে লিখবেন এবং কমা চিহ্নদ্বারা পৃথক করবেন। ব্যাস তারপর Next ক্লিক

এরপর লোগোটির ক্রিয়েট্রর হিসেবে নাম দেবেন তার পর ok

এরপর publish করুন ব্যাস, তারপর লিংকটি ফেসবুকে সেয়ার করুন। এবার আপনার লোগোতে ভাসবে দেশ

ভালো লাগলে কমেন্টস করুন

No comments: