April 11, 2017

সমাপনি পরিক্ষার প্রশ্ন পত্র প্রনয়ণ হয় যে ভাবে

প্রশ্নপত্র প্রণয়ন


এক নজরে ,প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ব্যবহৃত টেস্ট আইটেম ডেভেলপমেন্ট কার্যক্রম
  1. নেপ কর্তৃপক্ষ এবং বিশ্ব ব্যাংক পরামর্শক এর মধ্যে বৈঠক ও নেপ অনুষদসদস্যগণের সাথে বিশ্ব ব্যাংক পরামর্শক এর  মতবিনিময় 
  2. পরামর্শক কর্তৃক নেপ এর মনোনীত অনুষদ সদস্যগণের জন্য ওয়ার্কশপ-এর আয়োজন
  3. পরামর্শক কর্তৃক  নেপ অনুষদ সদস্যগণের মধ্য থেকে প্রতি বিষয়ে  ২ জন করে ৯টি বিষয়ে  মোট ১৮ জনকে টেস্ট আইটেম উন্নয়ন কাজে মনোনয়ন প্রদান
  4. প্রতি বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র কাঠামো নির্ধারণ করে ঢাকায় প্রাগম, ডিপিই, এনসিটিবি, নেপ, পিটিআই, প্রাথমিক বিদ্যালয় প্রভৃতি প্রতিষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে  জাতীয় ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে প্রশ্নকাঠামো চুড়ান্ত করণ
  5. চুড়ান্তভাবে অনুমোদিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র কাঠামো নেপ এর ওয়েবসাইটসহ বিভিন্ন ইলেক্ট্রনিক মাধ্যমে প্রচার করা
  6. মনোনীত ১৮ জনকে টেস্ট আইটেম উন্নয়ন বিষয়ে মৌলিক প্রশিক্ষণ প্রদান
  7. পরামর্শক-এর নেতৃত্বে নেপ-এর ১৮ জন অনুষদ সদস্য এবং মাঠ থেকে মনোনীত ১৪০ জন  বিষয়ভিত্তিক প্রশিক্ষিত ও দক্ষ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং প্রাথমিক শিক্ষার মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্তৃক বিষয়ভিত্তিক টেস্ট আইটেম উন্নয়ন ও পরিমার্জন
  8. সারাদেশে নির্বাচিত জেলাসমূহ থেকে নির্দিষ্ট সংখ্যক উপজেলার শহর ও প্রত্যন্ত এলাকার  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রণীত টেস্ট আইটেম পাইলটিং করা হয়
  9. পাইলটিং করা টেস্ট আইটেম মূল্যায়ন
  10. মূল্যায়নের ডাটা ItemAn Software এ   এনালাইসিস করা
  11. এনলাইসিস রিপোর্ট উন্নয়ন
  12. এনালাইসিস রিপোর্টের ভিত্তিতে পরামর্শক এর পরামর্শে  পুনরায় পরিমার্জন করা
  13. আইটেমসমূহ বাছাইয়ের সময় বিবেচ্য বিষয়-
    1.  শিখণের বিভিন্ন ক্ষেত্র
    2.  নির্ধারিত যোগ্যতাসমূহ
    3.  শিক্ষার্থীদের মেধার স্তরের ভিন্নতা
  14. পাইলট ও পরিমার্জন করা আইটেম থেকে প্রয়োজনের চেয়ে কয়েকগুণ বেশি আইটেম বাছাই করণ
  15. অত্যন্ত দায়িত্বশীলতা ও গোপনীয়তার সাথে আইটেম ব্যাংকে সংরক্ষণ
  16. সারাদেশ থেকে অত্যন্ত গোপনীয়তার সাথে বহু সংখ্যক দক্ষ ও বিশ্বস্ত  বিষয়ভিত্তিক শিক্ষক/ শিক্ষিকাকে অভীক্ষাপদ উন্নয়ন (Test Item Development) কাজে নেপ-এ মনোনয়ন
  17. অত্যন্ত গোপনীয়তার সাথে শিক্ষকগণকর্তৃক বহু সংখ্যক বিষয়ভিত্তিক প্রশ্নপত্র সেট প্রণয়ন
  18. সারাদেশ থেকে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বহু সংখ্যক দক্ষ ও নির্ভরযোগ্য কর্মকর্তাকে প্রণীত প্রশ্নপত্র  মডারেশনের জন্য অত্যন্ত গোপনীয়তার সাথে নেপ-এ মনোনয়ন প্রদান
  19. মনোনীত কর্মকর্তাগণকর্তৃক অত্যন্ত গোপনীয়তা ও দক্ষতার সাথে বহু সংখ্যক বিষয়ভিত্তিক প্রশ্নপত্র মডারেশন করা
  20. মডারেশনকৃত হাতে লেখা প্রশ্নপত্রসমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রচলিত গোপনীয়তার পদ্ধতিসমূহ অনুসরণপূর্বক ট্রাঙ্কজাত করে সংরক্ষণ
  21. বাংলা ও ইংরেজি ভার্সনের প্রণীত বহু সেট প্রশ্নপত্র বিজিপ্রেস কর্তৃপক্ষের নিকট  হস্তান্তর করণ
  22. পরীক্ষা চলাকালীন প্রতিদিন পরীক্ষা শেষ হওয়ার সংগে সংগে প্রাথমিক বিদ্যালয়ের বিষয় ভিত্তিক শিক্ষকগণের সহায়তায় মার্কিং স্কীম (উত্তরপত্র মূল্যায়ন নির্দেশিকা) প্রস্তুত  করা
  23. প্রস্তুতকৃত সেট ভিত্তিক মার্কিং স্কীম (উত্তরপত্র মূল্যায়ন নির্দেশিকা) মাহপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে  প্রেরণ করা

No comments: