June 25, 2016

পাঠ পরিকল্পনা বাংলা ১ম শ্রেণি মুমুর সাত দিন



                                     

                                      পাঠ পরিকল্পনা
                                             পাঠ-৮৮
শ্রেণি- প্রথম
বিষয়- আমার বাংলা বই
তারিখ-
পাঠের শিরোনাম- মুমুর সাত দিন
পাঠ্যাংশ- মুমু রোজ-----সাতার কাটে
পৃষ্ঠা- ৬২
সময়ঃ ----- 

পাঠের শিখন ফল-
            ১. মনোযোগ ও ধৈর্য্যসহকারে পাঠ শুনবে।

            ২. ছোট প্রশ্ন করতে ও উত্তর দিতে পারবে।
            ৩.সাত দিনের নাম বলতে পারবে।
উপকরণঃ শব্দ কার্ড ।
শিখন শেখানো কার্যাবলীঃ
       ক- নিরাপদ পরিবেশ সৃষ্টিঃ কুশল বিনিময় করে নিরাপদ পরিবেশ সৃষ্টি করব ।
       খ- আবেগ সৃষ্টিঃ গান গেয়ে আবেগ সৃষ্টি করব ।
গ- উপস্থাপনের ধাপ সমূহ;
      ১. পাঠ্যাংশ পড়ে শোনাব। পাঠ শুনে শিশুদের একাকী ও দলগত ভাবে বিষয় বলতে  বলব ।
     ২. সপ্তাহের দিন গুলোর নাম বলব । প্রত্যেক কে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার বলতে ও মুখস্থ করতে সহায়তা করব ।
     ৩. শব্দকার্ড দেখিয়ে একাকী চিন্তা ও দলে আলোচনা করে কার্ডে লেখা নাম গুলো বলতে বলব । প্রয়োজনে সহায়তা করব ।
     ৪. পাঠ থেকে ছোট প্রশ্নের মাধ্যমে উত্তর দিতে বলব ।
ঘ- মূল্যায়ণঃ পাঠ চলা কালীন সময়ে  এবং পাঠ শেষে মৌখিক মূল্যায়ণ করব।
   এক্ষেত্রে নিম্ন লিখিত কাজ গুলো করব। যেমন-
    ১.শুদ্ধভাবে পাঠ্যাংশ  একক ও দলগত ভাবে পড় ।
    ২. শব্দকার্ড দেখে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার পড় এবং মুখস্থ কর।
    ৩. প্রশ্নের মাধ্যমে উত্তর বল। যেমন-
            ক) মুমু কোন দিনে টেবিল সাজায়?
            খ) বাগান দেখাশুনা করে কোন দিন?
            গ) গান শেখে কোন দিন ?
            ঘ)  সাতার কাটে কোন দিন ? 

প্রধান শিক্ষকের স্বাক্ষর                                                 শ্রেণি শিক্ষকের স্বাক্ষর 

No comments: