February 25, 2016

অান্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং অামাদের অঙ্গীকার


__________________________
অাজ অমর একুশে ফেব্রুয়ারি। প্রতি বছরই অামরা এই দিনে ভাষা শহীদদের স্মরণে নানা অায়োজনের মাধ্যমে বিনম্র শ্রদ্ধায় এই দিবসটি পালন করে থাকি। ৫২সালের এই দিনে সালাম রফিক জব্বার শফিউরসহ নাম না জানা অারও অনেক তরুণের অাত্মদানের বিনিময়ে অর্জিত ভাষা দিবস শুধু অাজ ভাষা দিবসই নয়, তা অাজ অান্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই ভাষা দিবস অামাদের স্বাধীনতা, গণতান্ত্রিক চেতনা ও অধিকার অাদায়ের প্রেরনার উৎস। মাতৃভাষার জন্য বাঙালির আত্মত্যাগের মহিমা বিস্তৃতি লাভ করেছে সারা বিশ্বময়।বিশ্বের সব


জাতির মাতৃভাষার স্বীকৃতিরমধ্য দিয়ে।বিশ্বের প্রতিটি দেশ অাজ নিজ নিজ মাতৃভাষার বিকাশ সাধনকে তাৎপর্যময় করে তুলেছে অামাদের ভাষা অান্দোলন। প্রতিটি জাতির মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করেছে মর্যাদার অাসনে। তাই অামাদের এই ভাষা দিবস অামাদের বাঙলা ভু-খন্ডেই সীমাবদ্ধ নয়। এর মহিমা তাৎপর্য বর্ণণাতীত। তাই অামাদের মাতৃভাষা বাংলাকে সর্বস্তরে ব্যবহারের কার্যকর পদক্ষেপ জোরদার করা প্রতিটি বাঙালির সময়ের দাবি। এবছর বিশ্বের ১২ টি ভাষায় "অামার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি অামি কি ভুলিতে পারি" গানটি বিশ্বের বিভিন্ন শিল্পীদের কন্ঠে গাওয়া হচ্ছে। কিন্তু এখানে অামাদের প্রাপ্তি সীমাবদ্ধ থাকুক নিশ্চয় অামাদের কাম্য নয়। অামি স্বপ্ন দেখি, ইংরেজি ভাষা যে রূপ বিশ্বের প্রতিটি দেশ প্রতিটি কাজকর্মে ব্যবহৃত হচ্ছে,অামাদের মায়ের ভাষা "বাঙলা" বিশ্বে সে রূপ স্থান লাভ করে নিবে একদিন। অামরা কি কখনও ভেবেছিলাম অামাদের ভাষা দিবস অান্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করবে!কিন্তু দু:খের বিষয় অামরা এখনও সর্বস্তরে বাঙলা ভাষার প্রচলন করতে পারিনি। এখনও অফিস অাদালতে ইংরেজি ভাষাই ব্যবহৃত হয়। স্কুল কলেজসহ উচ্চ শিক্ষায় ইংরেজি ভাষার অাধিক্য। অার এজন্য অামাদের রাষ্ট্রীয় ভাবে কার্যকর ভুমিকা রাখার অাশাবাদ ব্যক্ত করছি। অামাদের সর্বস্তরে মাতৃভাষার প্রচলনই হবে

No comments: