April 9, 2015

হাতি কি আসলে ই ইদুর কে ভয় পায়?

অনেকের ধারনা ,’কোন ভাবে যদি ইদুর ঢুকে পড়ে হাতির শুড়ের মধ্যে তাহলে আর রক্ষা নেই। শ্বাস রুদ্ধ হয়ে মারা পড়বে বিশাল জানোয়ারটি । আর সেজন্য হাতি জমের মত ভয় পায় ইদুর কে কথাটা একেবারেই মিথ্যে। হাতি ইদুর কে বিন্দু মাত্র ভয় পায়না  । পাওয়ার কোন কারন নেই আসলে।
হাতির খোয়াড়ে ইদুরের ঘোরা ফেরা বহু দেখা যায় । হাতি ফিরেও তাকায়না তার দিকে।ভয়ের কোন লক্ষণই দেখা যায়না তার ভেতর। প্রশ্ন উঠতে পারে অত ছোট প্রানি কে হয়ত দেখতেই পায়না হাতি।ব্যপারটা মোটেও তা নয়। হাতির ঘ্রান শক্তি খুব প্রবল । দৃষ্টি র্দুবল হলেও গন্ধ সে ঠিকই পায় । ইদুর কে ভয় পেলে গন্ধেই সে আতকে উঠত। পায়ের নিচে পিষে মারার চেষ্টা করত ইদুর কে।
মাঝে মাঝে ঘুমন্ত হাতির বিশাল নাকের ছিদ্র দিয়ে ইদুর কে ঢুকে পড়তে দেখা গেছে । চমকে জেগে গিয়ে  এমন হাচি দিয়েছে হাতি র্অথাৎ নাক দিয়ে এত তিব্র গতিতে বাতাস বের করেছে , নাক থেকে বন্দুকের গুলির মতো বেরিয়ে ছিটকে পড়েছে বেচারা ইদুর। ধরমড়িয়ে জেগে উঠেছে হাতি। তার এই চমকে যাওয়াদেখেই হয়তো প্রবাদটা তৈরি হয়েছে -হাতি ইদুরকে ভয় পায়।

No comments: