আমরা সাধারণত CPU-এর পাওয়ার বাটন চেপে
কম্পিউটার চালু করি। কিন্তু অনেক সময় দেখা যায়, পাওয়ার
বাটনে কোনো সমস্যা থাকলে কম্পিউটার চালু করতে অনেক কষ্ট হয়। আমরা CPU-এর পাওয়ার বাটন না চেপে কি-বোর্ডের সাহায্যে খুব সহজেই কম্পিউটার চালু
করতে পারি। এর জন্য
- প্রথমে কম্পিউটার চালু হওয়ার সময় কি-বোর্ড থেকে Del বাটন চেপে Bios-এ প্রবেশ করুন।
- তারপর Power Management Setup নির্বাচন করে Enter চাপুন।
- এখন Power on my keyboard নির্বাচন করে Enter দিন। Password নির্বাচন করে Enter দিন।
- Enter Password-এ কোনো একটি কি পাসওয়ার্ড হিসেবে দিয়ে সেভ (F10) করে বেরিয়ে আসুন। এখন কি-বোর্ড থেকে সেই পাসওয়ার্ড কি চেপে কম্পিউটার চালু করতে পারেন। এই পদ্ধতিটি গিগাবাইট মাদারবোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যান্য মাদারবোর্ডেও এই পদ্ধতি পাওয়া যাবে।
No comments:
Post a Comment