December 22, 2016

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী উপস্থিতি সুনিশ্চিত করার উপায় !!!

  •  
  • যথার্থ প্রেষনা প্রদান
  • অংশগ্রহন পদ্ধতিতে পাঠ পরিচালনা
  • আকর্ষনীয় উপকরনের ব্যাবহার
  • আকর্ষনীয় শ্রেনি কক্ষ
  • পরিচ্ছন্ন কক্ষ এবং আসবাব পত্র
  • নিয়মিত সহশিক্ষাক্রমিক কার্যাবলী অনুশীলন 
  • একইভুত শিক্ষা নিশ্চিত করন
  • সৌহার্দপুর্ন শিক্ষকের মনোভাব
  • সম্প্রীতি মূলক সতীর্থ আচরন
  • জেন্ডার সচেতনতার প্রভাব প্রতিফলন
  • পরিচ্ছন্ন বিদ্যালয় চত্তর ও দেয়াল
  • আকর্ষনীয় পাঠ উপস্থাপন ও পাঠ পরিকল্পনা 
  • সুস্থ চিত্ত বিনোদন ব্যাবস্থা
  • যথার্থ স্কুল মনিটরিং ব্যবস্থা
  • যথার্থ কাউন্সিলিং ব্যাবস্থা
  • নিরাপদ ও কাংক্ষিত পরিবেশ
  • সিলেবাস পঠন ও পরীক্ষা ভীতি পরিহার
  • নেতৃত্ব ও দায়িত্বের বিকাশ
  • শিক্ষক শিক্ষার্থীর যোগাযোগ রক্ষা
  • শিক্ষার্থীর স্বাস্থ্য সচেতনতার খেয়াল রাখা
  • শিক্ষার্থীর শারীরিক ও মানষিক সুস্থতার ব্যাবস্থা
  • সতীর্থদের নৈতিক উন্নয়ন
  • অপসংস্কৃতি এবং কুসংস্কার প্রভাব প্রতিহত করা
  • প্রয়োজনে যাতায়াতের বাহনের ব্যবস্থা করা
  • শিক্ষক/ শিক্ষা কর্তৃপক্ষের যোগাযোগ বৃদ্ধি করা
  • বিদ্যালয় ও সমাজ সম্পর্ক আরো গভীর করা

No comments: