January 10, 2017

সাধারন বুদ্ধির পরিক্ষা দিয়ে জিতে নিন পুরস্কার



আগামী ২০ জানুয়ারি এর মধ্যে আপনার এই ব্লগের কমেন্টেস এর ঘরে ক্লিক দিয়ে লিখুন, আর ফোন নং লিখতে ভুল বেননা, কারন বিকাশ অথবা মোবাইল রিচার্জের মাধ্যমেই পুরস্কার প্রদান করা হবে। সঠিক উত্তর দাতা ৩ জনের বেশি হলে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারন করা হবে। ফেসবুকের কমেন্টস করলে তা গ্রহন করা হবেনা।
 
1.     আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে গতকালের আগের দিন কি বার ছিল?
 
2.     বৃহস্পতি বার যদি হয় আজ থেকে ৩ দিন পর তাহলে  গত কালের ২ দিন আগে কি বার ছিল?
 
3.     একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উঠতে শুরু করল। বাঁশটি দৈর্ঘ্য ১৬ মিটার, বানরটি যদি প্রথম ১ মিনিটে ৪ মিটার উঠে এবং পরবর্তী মিনিটে ১ মিটার নেমে পড়ে তাহলে বাঁশটির মাথায় উঠতে বানরটির কত মিনিট সময় লাগবে?

No comments: