এই ম্যানুয়ালটিতে
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আমাদের কি কি সেবা প্রদান করে তার দিক নির্দেশনা দেয়া
আছে। যেমনঃ শিক্ষক বদলীর জন্য কি কি নীতি মালা অনুসরন করতে হবে বা কার বরাবর আবেদন
করতে হবে, কি কি পেপারস দিতে হবে, তারপর শিক্ষকদের পেনশানের জন্য কি কি কাগজ দাখিল
করবেন বা কার বরা বর করবেন, বিদ্যালয় ভবন নির্মান বা মেরামতসংক্রান্ত, জিপিএফ লোন মঞ্জুরী, শিক্ষক দের বেতন প্রদান , উপবৃত্তি, পুসতক বিতরণ,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন শাখার ফোন ফ্যাক্স নম্বর , বিভিন্ন অফিসের
লোকবল কাঠামো, প্রশাসনিক কাঠামো ইত্যাদি, বইটি এটু ,আই , প্রধান মন্ত্রীর কার্যালয়থেকে জুন, ২০১৫ সালে প্রকাশ করা হয়।
No comments:
Post a Comment