মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি (সকলের জন্য উন্মুক্ত)
শ্রেণিতে শিখন-শেখানো কার্যক্রমকে
আরও আকর্ষণীয় ও কার্যকর করতে এবং এই কাজে শিক্ষকগণের সক্ষমতা বৃদ্ধির
লক্ষ্যে মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি শির্ষক কোর্সটি ডিজাইন করা হয়েছে।
বিভিন্ন আইসিটি উপকরণ যেমন, ল্যাপটপ, প্রজেক্টর, সাউন্ড সিস্টেম, ইন্টারনেট
সংযোগ ইত্যাদি ব্যবহার করার সুবিধা এবং কৌশল বিষয়ে শিক্ষকগণ ব্যবহারিক
দক্ষতা অর্জন করতে পারবেন এই কোর্সটি থেকে। শিক্ষার্থীকেন্দ্রিক শ্রেণি
কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি এবং মাল্টিমিডিয়া
ক্লাসরুম পরিচালনার লক্ষ্যে এই প্রশিক্ষণ কোর্সটি প্রণয়ন করা হয়েছে।
কোর্সে আপনার স্বত:স্ফুর্ত অংশগ্রহণের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল।
[This
course is designed for developing capacity of the teachers in creating
multimedia content for teaching to make the classroom more attractive,
effective and motivating.]
No comments:
Post a Comment