May 21, 2016

পাঠ পরিকল্পনা- বাংলা, প্রথম শ্রেণি






শ্রেণিঃ প্রথম
বিষয়ঃ আমার বাংলা বই
তারিখঃ
পাঠের শিরোনামঃ পাঠ-৭ , বর্ণ শিখি –অ, আ ( শুনি ও বলি )
পাঠ্যাংশঃ অজ আসে…..আতা চাই।
পৃষ্ঠাঃ ১১


পাঠের শিখনফলঃ
১ মনোযোগ ও ধর্য্যসহকারে পাঠ শুনবে ।
২ ছবি দেখে পরিচিত প্রাণী, ফল, গাছ, ও পতঙ্গের নাম চিনতে এবং বলতে পারবে।
৩ স্বরবর্ণ শিখতে পারবে এবং স্বরবর্ণ দিয়ে শব্দ শিখতে পারবে।

উপকরণঃ পাঠ্যবই ও পাঠ সংশ্লিষ্ট ছবি।

শিখন শিখানো কার্যাবলীঃ

ক) নিরাপদ পরিবেশ সৃষ্টিঃ কুশল বিনিময় করে নিরাপদ পরিসৃষ্টি করব।

খ) আবেগ সৃষ্টিঃ গানের মাধ্যমে আবেগ সৃষ্টি করব।

গ) উপস্থাপনের ধাপসমূহঃ
            ১ স্বরবর্ণের চার্ট দেখিয়ে একাকী চিন্তা ও দলে আলোচনা করে বর্ণ চিনতে এবং অ, আ বলতে সহায়তা করব।
            ২ ছবির নাম বলতে বল্ব। না পারলে বুঝিয়ে দিব।
            ৩ প্রত্যেকটি ছবি দেখিয়ে নাম জিজ্ঞেস করব এবং নামের প্রথম অক্ষর স্বরবর্ণ অ, আ চিনতে ও উচ্চারণ করতে বলব প্রয়োজনে
             সহায়তা করব।     
            ৪ স্বরবর্ণ অ, আ একক ও দলগত ভাবে বলতে বলবতে দেব।

ঘ) মূল্যায়নঃ পাঠ চলাকালীন ও পাঠ শেষে মৌখিক মূল্যায়ন করব। এক্ষেত্রে নিম্নলিখিত কাজগুলো করব। যেমন-
  পাঠের বিষয় বস্তু বল
  ছবি দেখে কী কী ছবি আছে বল।
  একাকী চিন্তা করে এবং দলে আলোচনা করে অ, আ উচ্চারণ কর।
  অ,আ দিয়ে প্রাণী, গাছ, ও ফলের নাম বল।  

No comments: