প্রশ্নপত্র প্রণয়ন
এক নজরে ,প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ব্যবহৃত টেস্ট আইটেম ডেভেলপমেন্ট কার্যক্রম
- নেপ কর্তৃপক্ষ এবং বিশ্ব ব্যাংক পরামর্শক এর মধ্যে বৈঠক ও নেপ অনুষদসদস্যগণের সাথে বিশ্ব ব্যাংক পরামর্শক এর মতবিনিময়
- পরামর্শক কর্তৃক নেপ এর মনোনীত অনুষদ সদস্যগণের জন্য ওয়ার্কশপ-এর আয়োজন
- পরামর্শক কর্তৃক নেপ অনুষদ সদস্যগণের মধ্য থেকে প্রতি বিষয়ে ২ জন করে ৯টি বিষয়ে মোট ১৮ জনকে টেস্ট আইটেম উন্নয়ন কাজে মনোনয়ন প্রদান
- প্রতি বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র কাঠামো নির্ধারণ করে ঢাকায় প্রাগম, ডিপিই, এনসিটিবি, নেপ, পিটিআই, প্রাথমিক বিদ্যালয় প্রভৃতি প্রতিষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে জাতীয় ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে প্রশ্নকাঠামো চুড়ান্ত করণ
- চুড়ান্তভাবে অনুমোদিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র কাঠামো নেপ এর ওয়েবসাইটসহ বিভিন্ন ইলেক্ট্রনিক মাধ্যমে প্রচার করা
- মনোনীত ১৮ জনকে টেস্ট আইটেম উন্নয়ন বিষয়ে মৌলিক প্রশিক্ষণ প্রদান
- পরামর্শক-এর নেতৃত্বে নেপ-এর ১৮ জন অনুষদ সদস্য এবং মাঠ থেকে মনোনীত ১৪০ জন বিষয়ভিত্তিক প্রশিক্ষিত ও দক্ষ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং প্রাথমিক শিক্ষার মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্তৃক বিষয়ভিত্তিক টেস্ট আইটেম উন্নয়ন ও পরিমার্জন
- সারাদেশে নির্বাচিত জেলাসমূহ থেকে নির্দিষ্ট সংখ্যক উপজেলার শহর ও প্রত্যন্ত এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রণীত টেস্ট আইটেম পাইলটিং করা হয়
- পাইলটিং করা টেস্ট আইটেম মূল্যায়ন
- মূল্যায়নের ডাটা ItemAn Software এ এনালাইসিস করা
- এনলাইসিস রিপোর্ট উন্নয়ন
- এনালাইসিস রিপোর্টের ভিত্তিতে পরামর্শক এর পরামর্শে পুনরায় পরিমার্জন করা
- আইটেমসমূহ বাছাইয়ের সময় বিবেচ্য বিষয়-
- শিখণের বিভিন্ন ক্ষেত্র
- নির্ধারিত যোগ্যতাসমূহ
- শিক্ষার্থীদের মেধার স্তরের ভিন্নতা
- পাইলট ও পরিমার্জন করা আইটেম থেকে প্রয়োজনের চেয়ে কয়েকগুণ বেশি আইটেম বাছাই করণ
- অত্যন্ত দায়িত্বশীলতা ও গোপনীয়তার সাথে আইটেম ব্যাংকে সংরক্ষণ
- সারাদেশ থেকে অত্যন্ত গোপনীয়তার সাথে বহু সংখ্যক দক্ষ ও বিশ্বস্ত বিষয়ভিত্তিক শিক্ষক/ শিক্ষিকাকে অভীক্ষাপদ উন্নয়ন (Test Item Development) কাজে নেপ-এ মনোনয়ন
- অত্যন্ত গোপনীয়তার সাথে শিক্ষকগণকর্তৃক বহু সংখ্যক বিষয়ভিত্তিক প্রশ্নপত্র সেট প্রণয়ন
- সারাদেশ থেকে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বহু সংখ্যক দক্ষ ও নির্ভরযোগ্য কর্মকর্তাকে প্রণীত প্রশ্নপত্র মডারেশনের জন্য অত্যন্ত গোপনীয়তার সাথে নেপ-এ মনোনয়ন প্রদান
- মনোনীত কর্মকর্তাগণকর্তৃক অত্যন্ত গোপনীয়তা ও দক্ষতার সাথে বহু সংখ্যক বিষয়ভিত্তিক প্রশ্নপত্র মডারেশন করা
- মডারেশনকৃত হাতে লেখা প্রশ্নপত্রসমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রচলিত গোপনীয়তার পদ্ধতিসমূহ অনুসরণপূর্বক ট্রাঙ্কজাত করে সংরক্ষণ
- বাংলা ও ইংরেজি ভার্সনের প্রণীত বহু সেট প্রশ্নপত্র বিজিপ্রেস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করণ
- পরীক্ষা চলাকালীন প্রতিদিন পরীক্ষা শেষ হওয়ার সংগে সংগে প্রাথমিক বিদ্যালয়ের বিষয় ভিত্তিক শিক্ষকগণের সহায়তায় মার্কিং স্কীম (উত্তরপত্র মূল্যায়ন নির্দেশিকা) প্রস্তুত করা
- প্রস্তুতকৃত সেট ভিত্তিক মার্কিং স্কীম (উত্তরপত্র মূল্যায়ন নির্দেশিকা) মাহপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা
No comments:
Post a Comment