April 15, 2020

ঢাকা/নারায়নগঞ্জ ফেরতরা হোম কোয়ারেন্টাইনের মাধ্যমে যেভাবে করোনাভাইরাস প্রতিরোধ করবে


আমাদের বুলু হোসেন ঢাকা থেকে গ্রামে ফিরে চৌদ্দদিনের জন্য নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে আছে। এই খবর পাওয়ার পরই দূর-দূরান্ত থেকে দুনিয়ার আত্মীয়স্বজন ওকে দেখতে আসা শুরু করেছে আপেল, মাল্টা আর হরলিক্স নিয়ে। পাসের থেকে বড় চাচা এসেছেন চাচী আর চাচাতো ভাইদেরকে নিয়ে। মেজ ফুপা এসেছেন বিরামপুর থেকে। হিলি হাকিমপুর থেকে এসেছেন খালা খালু। এসে বললেন, 'শুনলাম তুমি নাকি চৌদ্দদিন ঘরের ভেতরে থাকবি তাই তোমার খালা বললো ছেলেটারে দেখে আসি৷ সে তোমার জন্য রান্না করে নিয়ে আসছে। তোমার প্রিয় ইলিশ মাছ আর গরুর গোস্তের সালুন।'
তারপর সবাই মিলে একসাথে বসে খাওয়াদাওয়া করলো।
বন্ধুরা আসলো কিছুক্ষণ পর সিগারেট আর তাসের প্যাকেট নিয়ে। একসাথে বসে তাস খেলার জন্য। মা মুড়ি মাখিয়ে দিয়ে গেলেন সবাইকে খাওয়ার জন্য।
সন্ধ্যাবেলা বুলু হোসেন বললো, 'মা সারাদিন বাসায় বসে থেকে বোর হচ্ছি। আমি একটু সামনে থেকে হেটে আসি।'
বুলু হোসেনের মা বললো, 'আচ্ছা বাবা, বেশি দূর যাস না কিন্তু। ডাক্তার নিষেধ করে গেছে। অল্প একটু ঘুরেই বাসায় চলে আসিস।'
বুলু হোসেন বেশিদূর গেলো না। শুধু মোড়ের চায়ের দোকান থেকে চা আর সিগারেট খেলো। এলাকার এক তাহের কাকা গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, 'তুমিই তো হোম কি বলে তাতে আছো। বাইরে যাওয়া নিষেধ?'
- হ, চাচা। হোম কোয়ারেন্টাইন।
- হ্যাঁ হ্যাঁ, ঐটাই। বাজারে তো যাইতে পারবা না৷ কিছু দরকার হলে বইলো, এনে দিব।
- আচ্ছা চাচা।
- আর পারলে একসময় আমাদের বাসায় এসো। তোমার চাচী বলতেছিলো তোমার কথা। ঢাকা যাওয়ার আগে সেই কত ছোট দেখেছে। এখন কত বড় হইছ সেটা দেখবে।
তিন চারদিন পর বুলু হোসেন আরো বোরিং লাগা শুরু করলো। সে বাকি হোম কোয়ারেন্টাইন শ্বশুরবাড়িতে পূরণ করার জন্য সেজেগুজে রওয়ানা দিলো। খবর পেয়ে বুলু হোসেনের শ্বাশুড়ি বড় বড় দুইটা মুরগি জবাই দিলেন। জামাই এতোদিন পর আসছে, তার ওপর অসুস্থ বলে কথা। ভালো খাতিরদারি দরকার!
রাতে ঢাকা ফেরত দুলাভাইয়ের কাছে শালা-শালীরা আবদার করলো রেস্টুরেন্টে খেতে যাওয়ার। বুলু হোসেন সবাইকে নিয়ে নামকরা এক রেস্টুরেন্টে ডিনার করতে গেল। সবাই যখন হৈ-হুল্লোড় করে খাওয়াদাওয়া করছিলো, তখন বুলু হোসেন দেখলো রেস্টুরেন্টের দেয়ালে লাগানো বিশাল টিভিতে সংবাদপাঠিকা বলছে, 'সারাদেশে নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ঢাকা/ নারায়নগঞ্জ ফেরত ------------ জন। 

2 comments:

PiPiLiKa said...

I didn't find the headline of this post. but
Very nice blog and informative post. Keep posting and keep updating.
❤️

সকল পরীক্ষার প্রস্তুতি নিতে এখনই ক্লিক করুন......
Online Study Care 24 📖 J.S.C 📖 S.S.C 📖 H.S.C || অনলাইন স্টাডি কেয়ার ২৪ 📖 জে.এস.সি 📖 এস.এস.সি 📖 এইচ.এস.সি

More....
মাহে রমযানে বাংলাদেশ বেতারের কুরআন তেলাওয়াত

padmazon.com.bd said...

We are providing best quality product and home delivery in Bangladesh. shopping, business visionaries Online Shopping In Bangladesh With Cheap Cost Home Delivery