April 30, 2016

ATEO পরীক্ষা ২০১৬’র প্রশ্নের সমাধান - 29/04/2016


ATEO পরীক্ষা ২০১৬’র প্রশ্নের সমাধান - 29/04/2016
১। রবীন্দ্রনাথ- পতিসর
২। প্রাচীন যুগ -চর্যাপদ
৩। সুফিয়া কামাল- তাহারেই পড়ে মনে
৪। কোর্মা – তুর্কি
৫। দ্ধ – দ + ধ
৬। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ- শেষ লেখা
৭। বেগম রোকেয়ার লিখিত নয় – পদ্মাবতী
৮। ‘কাদম্বিনী’ চরিত্রটি – জীবিত ও মৃত
৯। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর – ১৯ শতক


১০। আমার ভাইয়ের রক্তে রাঙানো- গাফফার চৌধুরী
১১। ‘স্বাধীন’ = স্ব+অধীন
১২। মাইকেল মধুসূদন মহাকাব্য – মেঘনাদবধ কাব্য
১৩। জসীম উদ্দীনের কাব্যগ্রন্থ – রাখালী
১৪। সমাসবদ্ধ নয়? – বিদ্যালয়
১৫। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র? – গেরিলা
১৬। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক – মধুসূদন দত্ত
১৭। ‘নুরলদীনের সারাজীবন’ – কাব্যনাট্য
১৮। বানানটি শুদ্ধ- মুহূর্ত ১৯। আখতারুজ্জামান ইলিয়াস- চিলেকোঠার সেপাই
২০। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ – রুদ্রমঙ্গল
২১। হুমায়ূন আজাদের উপন্যাস – লাল নীল দীপাবলী
২২। ভাত -তদ্ভব ২৩। ‘নীপ’ শব্দের অর্থ – কদম
২৪। ‘রুপসী বাংলা’ -জীবনানন্দ দাশ
২৫। ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’-রবীন্দ্রনাথ
26. Apartheid refer to – discrimination
27. Manifestation’ means presentation
28. Cardiologist will be –Heart specialist
29. Correct Sentence? He has zest for music
30. steering of a car used for directing
31. adjective form ‘cartoon’ – cartoon boy
32. article I see you are _____ Wordsworth(a)
33.Spelling : tsunami 34. He takes pride _____ his wealth. (in) 35.verb and noun: waste
36’vivid’ –adjective
37. “Arms and the Man” – George Bernard Shaw
38. Robert Frost –USA
39. Public Universities are funded by –Government
40. If you had informed me before, I ___ you. (would have met)
41. the new rule is advantageous ____ us. (for)
42.To look quickly through a book is an important study skill. (@@skim)
43. correct sentence – either they or I am wrong
44. the witness cut a poor _____ in this cross examination. (figure) 45. she did not buy it _____ the price was so high. (because) 46. the word ‘mandatory’ means – obligatory
47. ‘I caught sight of her’ means –he saw her
48. BSTI – Bangladesh Standard Testing Institute
49. ‘pesticide’–insecticide
……………………………..
50. Antonym ‘ignorance’? Knowledge
৫১. কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
@@৮/১১
৫২. (.১*.০১*.০০১)/(.২*.০২*.০০২) এর মান কত?
@@১/৮
৫৩. ২৫ থেকে ৫৫ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি ?
@@৭ টি
৫৪. ১/২, ৫/৬, ৩/৪, ৫/১২ এর গড় কত?
@@৫/৮
৫৫. কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে?
@@৩৬
সল: x/2 + 6 = 2x/3
3*(x + 12) = 4x
3x + 36 = 4x
4x – 3x = 36
X = 36
৫৬. দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৪৭ হলে সংখ্যা দুইটি হলো -
@@২৩ ও ২৪///২১ ও ২২///২২ ও ২৩///২৪ ও ২৫
Sol: (x+1)2 - x2 = 47
X2 + 2x + 1 - x2 = 47
2x +1 = 47
2x = 46
X = 46/2 = 23
X + 1 = 24
৫৭. দুইটি সংখ্যার গুনফল ১৫৩৬। সংখ্যা দুইটির ল.সা. গু ৯৬ হলে গ. সা. গু কত?
২৪///৩২///@@১৬///১২
Sol: আমরা জানি,দুইটি সংখ্যার গুণফল =ল.সা.গু×গ.সা.গু
প্রশ্নমতে,
১৫৩৬=৯৬×গ.সা.গু
গ.সা.গু =১৫৩৬/৯৬
=১৬
৫৮. দুটি সংখ্যার অনুপাত ৫:৮।উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কি কি?
৭ ও ১১///১২ ও ১৮///১০ ও ২৪///@@১০ ও ১৬
Sol:
ধরি সংখ্যা দুটি ৫x ও ৮x
প্রশ্নমতে , (৫x + ২) : (৮x + ২) = ২:৩
বা, (৫x + ২) / (৮x + ২) = ২/৩
বা, ১৬x + ৪ = ১৫x + ৬
বা, x = ২
সংখ্যা দুটি যথাক্রমে,
৫x = ৫ x ২ = ১০ ও
৮x = ৮ x ২ = ১৬
৫৯. ১ বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার ?
Ans: ৬.৪৫
৬০. log5∛5 = ?
Ans: @@1/3
৬১. x/(x-5) + x/(x+2) = 2 হলে, x = ?
Ans: -20/3
৬২। 1 সমান কত রেডিয়ান?
Ans: @@π/180
৬৩। a – 1/a = 3 হলে, a + 1/a = ?
Sol: (a-1/a)^2 = 3^2
=> a^2 -2.a.1/a + 1/a^2 =9
=> a^2 + 1/a^2 =11
Ans: 119
৬৪। x + y = 12 ও x – y = 2 হলে, xy এর মান কত?
Ans: 35
Sol:
x + y = 12
x – y = 2
2x = 14
X = 7
Now,
7 + y = 12
Y = 12 – 7 = 5
Then, x*y = 7*5 = 35
OR
4xy = (x+y)^2 - (x-y)^2
৬৫। a:b = 4:7 এবং b:c = 5:6 হলে, a:b:c হল –
Ans: 20:35:42
৬৬। 9 দিয়ে বিভাজ্য 3 অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক 3, তৃতীয় অঙ্ক 8 হলে, মধ্যম অঙ্কটি কত? ans: 7
৬৭। 3/(y+1)=4/(y-2) সমীকরণের সমাধান কত?Ans: -10
৬৮। 2^(x+4)-4.2^(x+1)/2^x+2÷2 Ans: 4
Sol:
2 -4.2 /2 ÷2
= 2 -4.2 /2
=2 -4.2 /2
=2 .2 -4.2 /2
=2 {8-4} /2
=8-4
=4
৬৯। কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহি:স্থ কোণ তিনটির সমষ্টি কত হবে? ৩৬০ ডিগ্রি
৭০। দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত 3:2 হলে; বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত?
Ans: 9:4
৭১। ১৩ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র থেকে 5 সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত? Ans: 24 সেমি
৭২। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে, ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল হবে-
Ans: (√3/4) a
৭৩। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?
Ans: 42
৭৪। A ও B কেন্দ্রবিশিষ্ট দুইটি বৃত্ত O বিন্দুতে বহিস্থ:ভাবে স্পর্শ করেছে।
৭৫। একটি বর্গের প্রতিটি ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?
Ans: 21%

৭৬। বাংলাদেশের বৃহত্তম জেলা – রাঙামাটি
৭৭। সাধারণ তাপমাত্রায় বায়ুচাপে পানি – ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড
৭৮। সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী – সোনা
৭৯। কোন গ্যাস অগ্নি নির্বাপক – কার্বন ডাই অক্সাইড
 ৮০। দক্ষিণ এশিয়ার বৃহত্তম সেতু – বঙ্গবন্ধু সেতু
 ৮১। বাংলা গদ্যের জনক – সঠিক উত্তর নেই।
 ৮২। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি – হামিদুর রহমান
 ৮৩। তামাকে সর্বাপেক্ষা বিষাক্ত বস্তু – নিকোটিন
 ৮৪। ভেটো – ল্যাটিন শব্দ-আমি মানি না
 ৮৫। বাংলা ভাষায় কোরান অনুবাদ করেন – গিরীশ চন্দ্র সেন
 ৮৬। বাংলাদেশের জাতীয় সংসদের আসন – ৩৫০
 ৮৭। বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম – সোহরাওয়ার্দী উদ্যান
৮৮। সেন্ট মার্টিন – বাংলাদেশের একটি দ্বীপ
 ৮৯। পৃথিবীর প্রথম সৃষ্ট জীব – এমিবা
 ৯০। GMT – পৃথিবীর মধ্যভাগের সময়
 ৯১। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় – জুন ২০১২
 ৯২। মুজিবনগর এর পূর্ব নাম – বৈদ্যনাথতলা
 ৯৩। সংসদ ভবনের স্থপতি – লুই আই কান
৯৪। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় – ১৬ ডিসেম্বর ১৯৭২
৯৫। বাংলাদেশের জাতীয় পতাকার রুপকার – কামরুল হাসান
 ৯৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য – পি জে হার্টজ
৯৭। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র – হালদা নদী
 ৯৮। তিয়েন ইয়েনমেন স্কোয়ার অবস্থিত – বেইজিং
৯৯। বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের – ৪৪তম
 ১০০। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করা হয়- পরিবেশ বিষয়ক

No comments: