মাইক্রোসফটের একটি অনলাইনভিত্তিক এডুকেটর কমিউনিটি প্ল্যাটফর্ম আছে।
সেখানে শিক্ষা ও জীবন দক্ষতার পাশাপাশি অন্যান্য নানা বিষয়ে আকর্ষণীয় কোর্স
ও টিচিং লার্নিং রিসোর্স রয়েছে। আমরা মনে করি একবিংশ শতাব্দীর আইসিটিতে
দক্ষ শিক্ষক হিসেবে এই রিসোর্সগুলোর ব্যবহার অত্যন্ত জরুরী। সম্প্রতি
মাইক্রোসফট তার পার্টনারদের সহায়তায় বিশ্বব্যাপী ইনোভেটিভ এডুকেটর (MIE) এক্সপার্ট নির্বাচন করছে।
নিজেই এই নমিনেশনের জন্য আবেদন করা যাবে আগামী ১৫ জুলাই ২০১৭ তারিখ
পর্যন্ত। বাংলাদেশ থেকে আমরা এই সুযোগ কাজে লাগাতে চাই। তাই আগ্রহী
প্রাথমিক ও মাধ্যমিকের সকল শিক্ষককেই আবেদনের জন্য অনুরোধ জানানো হলো।
নির্বাচিত দক্ষ শিক্ষকদের নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা কর্মসূনী
গৃহীত হবে। আবেদনের শর্তাবলী নিম্নরূপ:
যে কোন সহযোগিতার জন্য এখানে ইমেইল করুন:
- Microsoft Educator Community তে একটি একাউন্ট খোলা। এবং তা নিজের ফেসবুকে, গুগল প্লাস অথবা টুইটারে শেয়ার করা।
- ১০০০ পয়েন্ট অর্জন করা। (প্রচুর কোর্স রয়েচে। পয়েন্ট অনুযায়ী দু একটি কোর্স করে নিতে হবে। )
- ২ মিনিটের একটি ভিডিও তৈরি যেখানে ৩টি বিষয় উল্লেখ থাকবে: ১) কেন আমি নিজেকে একজন মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট করতে চাই? ২) কিভাবে আমরা মাইক্রোসফট টেকনোলজিকে ক্লাসে কাজে লাগাচ্ছি? ৩) আমি একজন MIE-Expert হলে তা আমার বর্তমান পেশাকে কিভাবে প্রভাবিত করবে?